Home ব্যবসা টুইটারে পুনর্বহাল, ছাঁটাই হওয়া কর্মীর কাছে ফিরে আসার অনুরোধ

টুইটারে পুনর্বহাল, ছাঁটাই হওয়া কর্মীর কাছে ফিরে আসার অনুরোধ

কোনরকম নোটিস ছাড়া একটি মাত্র ইমেলের মাধ্যমে ছেঁটে ফেলা হয়েছিল টুইটারের হাজার হাজার কর্মীকে। সম্প্রতি জানা গেল, ছাঁটাই হওয়া বেশ কিছু কর্মীর কাছে ফিরে আসার অনুরোধ জানিয়ে আবারও ইমেল গেছে

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কোনরকম নোটিস ছাড়া একটি মাত্র ইমেলের মাধ্যমে ছেঁটে ফেলা হয়েছিল টুইটারের হাজার হাজার কর্মীকে। সম্প্রতি জানা গেল, ছাঁটাই হওয়া বেশ কিছু কর্মীর কাছে ফিরে আসার অনুরোধ জানিয়ে আবারও ইমেল গেছে!

সূত্রের খবর, গণছাঁটাই অভিযানের মধ্যেই ‘ভুল করে’ বাদ পড়ে গিয়েছিলেন বেশ কিছু সুদক্ষ কর্মী। সব কিছু ভালভাবে যাচাই না করেই ভুল করে তাদের বরখাস্ত করা হয়েছিল। সেই সমস্ত কর্মীকেই আবারও সংস্থায় ফিরে আসার অনুরোধ জানিয়েছেন ইলন মাস্ক, এমনটাই জানা গেছে।

টুইটারের মালিকানা হাতে পাওয়ার পরেই রাতারাতি একাধিক বদল এনেছেন ইলন মাস্ক। এর মধ্যে অন্যতম হল, মোট কর্মচারীদের প্রায় ৫০ শতাংশ কর্মীকেই অগ্রিম বেতন দিয়ে চাকরি থেকে রাতারাতি বের করে দেওয়া। সিইও পরাগ আগরওয়াল সহ চাকরি গেছে সংস্থার বহু উচ্চপদস্থ কর্মীর। সেলস এবং ইঞ্জিনিয়ারিং দফতরের হাতেগোনা কয়েকজনকে ছাড়া ভারতেও টুইটারের সমস্ত কর্মীকেই ছেঁটে ফেলা হয়েছে বলে জানা গেছে।

গত এক সপ্তাহের মধ্যে টুইটারের প্রায় ৩ হাজার ৭০০ জন কর্মীর চাকরি গেছে। বিশ্বজুড়ে চলা আর্থিক মন্দা এবং সংস্থার দৈনিক প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতির কারণেই অনিচ্ছা সত্ত্বেও এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন বলে শুক্রবার টুইট করে জানিয়েছেন মাস্ক।

সূত্রের খবর, এই বিপুল পরিমাণ কর্মী ছাঁটাই হওয়ার পর কাজ সামলাতে হিমশিম খাচ্ছেন সংস্থার বাকি কর্মীরা। সংস্থার গুরুদায়িত্ব সামলানো বহু কর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে দিনে ১২ ঘণ্টা করে এবং সপ্তাহে ৭ দিন কাজ করার জন্য। ঠিক সময়ে ডেডলাইন মিট না করতে পারলে তাঁদেরও বরখাস্ত করার হুমকি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles

Leave a Comment