কলকাতা টুডে ব্যুরো:গত দুদিন কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখী হয়েছে। সোমবারও কালবৈশাখী সম্ভাবনা রয়েছে কলকাতাসহ বেশীরভাগ জেলাতে। উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী দু দিন। বেশি বৃষ্টি হবে আলিপুরদুয়ার ও কোচবিহার। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভবনা। দিনের তাপমাত্রা অনেকটাই কমে গেছে এই বৃষ্টির জন্য ।সোমবির যে তাপমাত্রা আছে কলকাতা সহ দুই বঙ্গে তাই বজায় থাকবে আগামী দুদিন।
আন্দামান সাগরে আগামী ৪ঠা মে নাগাদ একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ৫ তারিখে নিম্নচাপে রূপান্তরিত হবে। ৬ তারিখের পরে নিম্নচাপটি আরও শক্তি বাড়াবে। দিও নিম্নচাপের প্রভাব কোথায় কিভাবে পড়বে এখনই বলা সম্ভব নয়।