কলকাতা টুডে ব্যুরো:আগামী ২-৩ ঘণ্টার মধ্যে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তিন জেলাতে ঝাঁপিয়ে বৃষ্টি নামবে। সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট। ৪০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বইবে বলে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর।
বঙ্গোপসাগরের বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প ঢুকছিল উপকূলবর্তী এলাকা ও কলকাতায়। আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল। জলীয় বাষ্প ছিল, কিন্তু বৃষ্টি হচ্ছিল না, তাতেই অস্বস্তি চরমে পৌঁছয়। কিন্তু গত কয়েকদিনের বৃষ্টিতে আপাতত দহন-দাপট থেকে মুক্ত বাংলা। তবে ঝড়-বৃষ্টির সময় নিরাপদে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ হটাও বিজ্ঞান, ইতিহাস! স্কুল সিলেবাসে থাকছে রামায়ণ, গীতা, বেদ
মঙ্গলবার সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে একাধিক জেলায়। বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। তবে আগামী ২-৩ ঘণ্টার মধ্যে তিন জেলা ভাসবে বলেই পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।