কলকাতা টুডে ব্যুরো:৭ জুন মঙ্গলবার সকালের মধ্যে হিমালয়ের পাদদেশ সংলগ্ন ৫ টি জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পিং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টি হতে পারে।জানাল হাওয়া অফিস।
অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ৮ জুন বুধবার সকালের মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিকে হাল্কা থেকেমাঝারি বৃষ্টির সম্ভাবনা। তবে ওপরের পাঁচ জেলায় আপাতত টানা বৃষ্টি চলতে থাকবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না।
আর্দ্রতাজনিত অস্বস্তি দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর আগমনের কোনও পূর্বাভাস দিতে পারেনি আবহাওয়া দফতর। তবে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।