আবহাওয়ার পরিবর্তন
আরও একবার আবহাওয়ার পরিবর্তন। ফেব্রুয়ারি প্রায় শেষ আর তার প্রথম সপ্তাহের শেষে রাজ্যজুড়ে অনুভূত হচ্ছে শীতের আমেজ। মহানগর ঢেকেছে কুয়াশায়। আগামী দুদিন শীতের আমেজ থাকবে বাংলায়। জানাল আলিপুর আবহাওয়া দফতর।
হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই সকালে কুয়াশায় মুড়েছিল পথঘাট। দৃশ্যমানতা কোথাও কোথাও নেমে গিয়েছিল ৫০০ মিটারে। জানা যাচ্ছে আগামি তিনদিন সামান্য কমবে তাপমাত্রা। শনিবারের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। ১০ তারিখ থেকে ফের বাড়বে তাপমাত্রা। আগামিদিনে শীত উধাও হবে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে তাই জলীয়বাষ্প বেশি বাতাসে। দার্জিলিংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা। উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা আগামী ২৪ ঘণ্টায়। হাওয়া অফিস জানিয়েছে, উত্তর-পশ্চিম ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী দুদিন তাপমাত্রা কমবে। উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলোতে আগামী তিনদিন দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পূর্ব ও মধ্য ভারতের রাজ্যগুলিতে আগামী পাঁচ দিনে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। বৃহস্পতি ও শুক্রবার ঘন কুয়াশার দাপট থাকবে অসম, মেঘালয়, মিজোরাম ও ত্রিপুরায়।