কলকাতা টুডে ব্যুরো:পশ্চিমবঙ্গের রাজ্যপাল পদে শপথ নিলেন লা গণেশন । যতদিন পর্যন্ত স্থায়ী রাজ্য়পাল নিযুক্ত হচ্ছেন, ততদিন পর্যন্ত বাংলার অতিরিক্ত দায়িত্ব সামলাবেন মণিপুরের রাজ্যপাল। রাজভবনে শপথগ্রহণ অনুষ্ঠানের হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
১৯৪৫ সালের ১৬ ফেব্রুয়ারি এই ব্যক্তির জন্ম। তামিলনাড়ুর ব্রাহ্মণ পরিবারে জন্ম লা গণেশনের। তবে তিনি তামিলনাড়ু বিজেপির শীর্ষ নেতাও ছিলেন। পরে রাজ্যপাল হন। জীবন শুরু করেন আরএসএস সদস্য হয়ে। তারপর ধাপে ধাপে উত্থান।
১৯৭৫ সালে জরুরি অবস্থার সময় আরএসএসের প্রচারক ছিলেন লা গণেশন। তখন তিনি একবছর গা–ঢাকা দিয়েছিলেন। সময় গড়িয়ে যেতেই বিজেপি তাঁকে জাতীয় সম্পাদক করেন। আর তারপরে সর্বভারতীয় সহ–সভাপতি করা হয় লা গণেশন–কে। এমনকী তামিলনাড়ু বিজেপির রাজ্য সভাপতি পর্যন্ত হয়েছিলেন। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার সময়ে যে হলফনামা তিনি জমা দিয়েছিলেন সেটা থেকে জানা যায়, তিনি দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। ২০১৬ সালে মধ্যপ্রদেশ থেকে বিজেপির হয়ে রাজ্যসভার সদস্য হন। নাজমা হেপতুল্লার পরিবর্তে তাঁকে সদস্য করে বিজেপি। ২০২১ সালের ২২ অগস্ট মনিপুরের রাজ্যপাল হন। এবার পশ্চিমবঙ্গের অতিরিক্ত দায়িত্ব পেলেন।
Topics
West Bengal Governor La Ganesan Administration Kolkata