কলকাতা টুডে ব্যুরো:কেকে-র মতো খ্যাতনামী শিল্পীকে কলকাতায় এনে অনুষ্ঠান করাতে যে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, তার উৎস কী? এ প্রশ্নের উত্তরের দাবিতে এদিন বিক্ষোভ দেখালেন ডিওয়াইএফআইয়ের সমর্থকরা।কেকে-র অনুষ্ঠানে আয়োজনকারী গুরুদাস কলেজের তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি) পরিচালিত ছাত্র সংসদের বিরুদ্ধে অব্যবস্থারও অভিযোগ উঠেছে। এই অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি-সহ বামেদের ছাত্র সংগঠন এসএফআই।
গুরুদাস কলেজের অনুষ্ঠানের জন্য নজরুল মঞ্চে গান গেয়েছিলেন বলিউডের নেপথ্যগায়ক কেকে। অনুষ্ঠানের পরেই ৫৪ বছরের গায়কের আকস্মিক মৃত্যুতে শোকের আবহের মধ্যেও চলছে তর্কবিতর্ক। অনুষ্ঠানের পর কেকে-র মৃত্যুর কারণ জানতে চেয়ে সোমবার সকাল থেকে কলকাতা হাই কোর্টে ইতিমধ্যেই দু’টি জনস্বার্থ মামলা রুজু হয়েছে।
কেকে-র অনুষ্ঠানের জন্য ২০-২০ লক্ষ টাকা খরচ হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে এল? এই প্রশ্ন তুললেন বিক্ষোভকারীরা। তাদের আরও দাবি রাজ্যের কলেজ, বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। ফলে কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচিত কোনও ছাত্র সংসদ নেই। তবে কি এই অনুষ্ঠানের জন্য কলেজ কর্তৃপক্ষ টাকা ঢেলেছেন? নাকি কোনও ছাত্র সংগঠনের তরফে সেই টাকা দেওয়া হয়েছে? তা-ই যদি হয়, তবে সেই টাকা কোথা এল? প্রশ্ন তাদের।