Home সংবাদআবহাওয়া সপ্তাহের শেষ দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

সপ্তাহের শেষ দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির সম্ভাবনা

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:একটানা ভারী বৃষ্টিতে নাস্তানাবুদ উত্তরবঙ্গ। নির্ধারিত সময়ের আগেই এই বছরে বর্ষা ঢুকেছে বঙ্গে। তবে উত্তরবঙ্গে দাপিয়ে পারফরম্যান্স দেখালেও দক্ষিণে সে বিলম্বিত ।

 

শুরু থেকে উত্তরের জেলাগুলি একটানা ভারী বৃষ্টিতে ভিজছে প্রায় গোটা মরশুমেই। টানা বৃষ্টির জেরে দুর্যোগে বিপর্যস্ত জনজীবন। জারি লাল সতর্কতা। অন্যদিকে সময়ের থেকে দেরিতে বর্ষা প্রবেশ করলেও, মৌসুমী বায়ু সক্রিয় নয় দক্ষিণবঙ্গে। যার জেরে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত চরম অস্বস্তি থেকে এখনও মুক্তি পায়নি কলকাতা সহ দক্ষিণবঙ্গ।

 

কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় বজায় রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। আগামী দু-তিন দিনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হলেও গুমোট ভাব কমার সম্ভাবনা খুব কম। তবে হাওয়া অফিসের মতে, উত্তরবঙ্গে দুর্যোগের পরিমান কম হলেই দক্ষিণে শুরু হবে বৃষ্টিপাত। ফলে সপ্তাহের শেষ দিকে কলকাতাবাসী ভারী বৃষ্টিতে ভাসলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

Related Articles

Leave a Comment