কলকাতা টুডে ব্যুরো:গত ২৪ঘন্টায় ভারতে একদিনে ২৬৮৫ টি নতুন করোনভাইরাস সংক্রমণের ঘটনার কথা জানা গেছে। এর ফলে মোট সংক্রমণের সংখ্যা হল ৪,৩১,৫০,২১৫। এর সঙ্গে দেশে সক্রিয় সংক্রমণ বেড়ে হয়ছে ১৬,৩০৮। ভারতের কোভিড -১৯ রোগে শনিবার আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এরফলে মোট মৃত্যুর সংখ্যা হয়েছে ৫,২৪,৫৭২। ২৪ ঘন্টায় সক্রিয় কোভিড -১৯ কেসলোডে ৪৯৪ টি সংক্রমণ বেড়েছে।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন ১৪ লক্ষের বেশি। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও। বিধিনিষেধ উঠে গেলেও কোনওভাবেই যাতে সংক্রমণ মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও।
আরও পড়ুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মাথায় শিক্ষামন্ত্রীও
শুক্রবার দেশে ৪ লক্ষ ৪৭ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত দেশে ১৯৩ কোটি ১৩ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। জোর দেওয়া হচ্ছে বুস্টার ডোজেও।