Home সংবাদবর্তমান আপডেট হরপা বান বিপর্যয়ে গাফিলতির অভিযোগে রাজ্যকে কাঠগোড়ায় শুভেন্দুর

হরপা বান বিপর্যয়ে গাফিলতির অভিযোগে রাজ্যকে কাঠগোড়ায় শুভেন্দুর

প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু।আরও বাড়তে পারে মৃতের সংখ্যা

by Kolkata Today

জলপাইগুড়ি কাণ্ডে গাফিলতির অভিযোগে রাজ্যকে কাঠগোড়ায় শুভেন্দুর

কলকাতা টুডে ব্যুরো: প্রতিমা বিসর্জনের সময় হঠাৎই জলপাইগুড়ির মালবাজারের মাল নদীতে হড়পা বান। জলের তোড়ে ভেসে গিয়ে এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ বহু।আরও বাড়তে পারে মৃতের সংখ্যা। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, মৃতদের মধ্যে ১০ বছরের এক বালিকা রয়েছে। গতকাল মাঝরাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। তারপর প্রবল বৃষ্টির জেরে উদ্ধারকাজ সাময়িক বন্ধ হয়। আজ সকালে নদীর বিভিন্ন অংশে চালানো হবে তল্লাশি।

জলপাইগুড়িকাণ্ডে ট্যুইটে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি ট্যুইটে লেখেন, জলপাইগুড়িকাণ্ডের পর ১২ ঘণ্টা পেরিয়ে গিয়েছে। দুর্ভাগ্যজনক যে, মুখ্যমন্ত্রী ও তাঁর দফতর এই ইসুতে এখনও নিদ্রায়। কতজন নিখোঁজ, তা এখনও পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রীকে অনুরোধ, তিনি জলপাইগুড়ি জেলা প্রশাসনকে নির্দেশ দিন যাতে, নিখোঁজদের বিষয়ে তথ্য প্রকাশ করা হয়।”

Related Articles

Leave a Comment