কলকাতা টুডে ব্যুরো:মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে অনেকটা দূর থেকে যাচ্ছে। আরব সাগর থেকে নর্থ উড়িষ্যা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এর ফলে দক্ষিণবঙ্গে সেই অর্থে ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই।
আগামী ৪/৫ দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বিক্ষিপ্ত ভাবে হবে ।কিন্তু উত্তরবঙ্গে আবারও উপরের পাঁচটি জেলা ভারী বৃষ্টির সম্ভাবনা কাল থেকে বিশেষ করে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ।মালদা এবং দুই দিনাজপুরে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
আরও পড়ুনঃ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত চা এর সঙ্গে সাক্ষাৎ উপরাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড়ের
কলকাতাতে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী ৪-৫ দিন।