এখন অবস্থার উন্নতি হয়েছে। তারা আগে ভাবতেই পারতো না বিএলআরও অফিসে যাবে। কৃষক বন্ধু প্রকল্পে এখন অনেকে জমি মিউটেশন করাতে চাইছে। জমি রেকর্ড করা নেই বলে অনেক আদিবাসী পরিবার কৃষক বন্ধুর টাকা পাচ্ছে না। এনিয়ে প্রশাসনের তত্পর হওয়া উচিত। সবচেয়ে শান্তিপূর্ণ জেলা এই পুরুলিয়া। দূরের জেলা বলে অনেকেই হয়তো জানাতে পারেন না। হুড়া বিএলআরও অফিসেও ঝামেলা চলছে।
প্রশাসনিক কর্তাদের সতর্ক করে তিনি জানান,’পলিটিক্যাল লোকেদের নামে বদনাম বেশি রটে। যাঁরা সরকারের কাজ করে তাঁদের ভাল করে কাজটা করতে হবে। আর আপনাদের নামে কেউ বদনাম করলে সরাসরি এফআইআর করুন। ই-টেন্ডার করে তাড়াতাড়ি কাজ করে দেবেন। বর্ষা শুরু হয়ে গেলে চার মাস কাজ হবে না। নির্বাচন ঘোষণা হয়ে গেলে তো কাজটা আর সম্পূর্ণই হবে না।’