(Bengali) ফিকে ক্যাটের জাদু! প্রথম দিনেই বড় ধাক্কা! ‘ফোন ভূত’ নাকি ‘মিলি’?
একই দিনের মুক্তি পেয়েছে বলিউডের দুটি ছবি ফোন বুথ এবং মিলি। দুটি ছবিরই বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে। হিসাব বলছে ক্যাটরিনা কাইফ অভিনীত, 'ফোনভুথ' ছবিটি মুক্তির প্রথম দিনে মাত্র ২ কোটি ২৫ লাখ টাকার ব্যবসা করেছে মোট ১৪০০টি স্ক্রিন মিলে