(Bengali) ‘ছুঁয়ো না ছুঁয়ো না মুঝে’ গানে গেয়ে শুভেন্দুকে কুণালের
“ডোন্ট টাচ মাই বডি। ইউ আর লেডি, আই অ্যাম মেল। একজন মহিলা পুলিশ কর্মী হয়ে আমার গায়ে হাত দিচ্ছেন কেন? আমি গায়ে হাত দিতে দেব না।” রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়ে বিগত কয়েকদিন ধরে জোরদার চাপানউতর চলছে রাজনৈতিক মহলে