Home সংবাদসিটি টকস ‘তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে আজ প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে’:শমীক

‘তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে আজ প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে’:শমীক

রাজ্যের ১০০ দিনের বকে টাকা নিয়ে রাজ্য কেন্দ্রের বিবাদ তুঙ্গে। রাজ্য সরকারের দাবি রাজ্যের বরাদ্দ টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাজ্যের ১০০ দিনের বকে টাকা নিয়ে রাজ্য কেন্দ্রের বিবাদ তুঙ্গে। রাজ্য সরকারের দাবি রাজ্যের বরাদ্দ টাকা থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য। এ বিষয়ে এবার পাল্টা অভিযোগের তীর ছুড়লেন শমীক ভট্টাচার্য। তিনি বলেন, “আমরা আমাদের দলের পক্ষ থেকে অত্যন্ত সুস্পষ্টভাবে বলেছি যে এরকম যদি কোন সমস্যা তৈরি হয় যে পশ্চিমবঙ্গ রাজ্য তার ন্যায্য  পাওনা থেকে বঞ্চিত হচ্ছে তবে আমরা বর্তমান রাজ্য সরকারের সঙ্গে শাসকদলের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করব। যে সংশ্লিষ্ট দপ্তর নিয়ে এই অভিযোগ উঠবে সেই সেই দপ্তরের সংশ্লিষ্ট মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করে আমরা শাসক দলের মন্ত্রী বিধায়কদের সঙ্গে দিল্লি যেতে প্রস্তুত আছি। কিন্তু উদ্যোগ শাসক দলকে নিতে হবে। NCC-এর ক্ষেত্রে কোথায় বঞ্চনা হয়েছে। কেন্দ্রর কাছে যে টাকা আছে সেই টাকা খরচার ক্ষেত্রে কেন্দ্র প্রশ্নের মুখে পড়তে পারে। তারও একটা দায়িত্ব আছে, তারও একটা দায়বদ্ধতা আছে, টাকা কিভাবে খরচা হবে? টাকা তো মোদীজির টাকা নয়। টাকা বিজেপির টাকাও নয়। বিজেপি সরকারের বলে আলাদা কিছু নয় এই টাকা এই টাকা সাধারন মানুষের টাকা যা তারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাজস্ব দিয়ে কেন্দ্রের কোষাগারে জমা করেছে তো সেই টাকা খরচা করতে গেলে কেন্দ্র বলেছে আমাকে হিসাব দিতে হবে। হিসাব দাও টাকা নাও। কিন্তু রাজ্য সরকার এতে নারাজ কেন্দ্র সরকার পর্যবেক্ষণে আসছে ১০০ দিনের কাজ নিয়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে কিন্তু রাজ্য সরকারের প্রশাসন সহযোগিতা করছে না রাতারাতি দেওয়াল মুছে পুনরায় দেওয়ার লেখা হল তাতেও সমস্যার সমাধান করতে পারলেন না এই যে দিনের পর দিন ধ্রুহ হিসাব ভুয়ো তালিকা তৈরি হয়েছে। এতে তৃণমূল কংগ্রেসের দুর্নীতির কারণে আজ প্রান্তিক মানুষ বঞ্চিত হচ্ছে।”

Related Articles

Leave a Comment