Home সংবাদবর্তমান ঘটনা হুগলির সভা থেকে শাসকদলকে আক্রমণ শুভেন্দুর

হুগলির সভা থেকে শাসকদলকে আক্রমণ শুভেন্দুর

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: ফের রাজ্যকে নিশানা শুভেন্দু অধিকারীর। রবিবার নবান্ন অভিযানের সমর্থনে হুগলির পান্ডুয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভার নেতৃত্বে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই সভায় শুভেন্দুর বক্তব্য উঠে এলো তৃণমূলের দুর্নীতির কথা। তাঁর দাবি ‘সবুজ সাথী’ প্রকল্পের সাইকেলের সাপ্লায়ার পবন অরোরা। কে তিনি? BJP নেতার দাবি, পবন অরোরা হলেন মেনকা গম্ভীরের স্বামী অঙ্কুশ অরোরার বাবা। তাঁরা সকলে রাজ্যকে লুটেপুটে খাচ্ছে।

13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান। তার আগে রবিবার দলীয় কর্মসূচিতে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানেই রাজ্য সরকারের প্রকল্পের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি রুজিরা এবং মেনকা ওই অ্যাকাউন্টটা বন্ধ করে। পরের দিন ব্যাঙ্ককে মেনকা গম্ভীর নামে অ্য়াকাউন্ট খোলে এবং পরের দিন টাকাটা তোলে… ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ঠিক লোকসভা ভোটের আগে থাইল্যান্ড থেকে আটটা ব্যাগ ভর্তি সোনা নিয়ে আসছিল। কলকাতা বিমানবন্দরে কাস্টমসের লোক, সিআইএসএফ একটা ব্যাগ ধরে। সাতটা ব্যাগ ঢুকতে দেয়নি। জ্ঞানবন্ত সিং, বিধাননগরের তৎকালীন কমিশনার, নিজের বিশাল পুলিস বাহিনী নিয়ে আটটা সোনার ব্যাগ শান্তিনিকেতনে পৌঁছে দেয়। বর্ধমান, বাঁকুড়াতে যত বালিঘাট রয়েছে, সব পবন অরোরার নামে লিজ। কেন্দ্রীয় সরকারের এসসি, এসটি উন্নয়নের টাকায় সবুজ সাথীর সাইকেল দেওয়া হয়। সাইকেলের সাপ্লায়ার অঙ্কুশ অরোরার বাবা পবন অরোরা এবং স্ত্রী হল মেনকা গম্ভীর। এরা পশ্চিমবঙ্গে লুটেপুটে খাচ্ছে।”

Topics

Suvendu Adhikary BJP TMC Administration Kolkata

Related Articles

Leave a Comment