Home সংবাদসিটি টকস শিশু সুরক্ষা কমিশনের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ শুভেন্দুর

শিশু সুরক্ষা কমিশনের কাজকর্ম নিয়ে অসন্তোষ প্রকাশ শুভেন্দুর

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ করে কুকথা বলায় রাজ্যের মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবিতে আয়োজিত বিজেপির মহিলা মোর্চার মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে উদ্দেশ করে কুকথা বলায় রাজ্যের মন্ত্রী অখিল গিরির অপসারণের দাবিতে আয়োজিত বিজেপির মহিলা মোর্চার মঞ্চ থেকে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতায় ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শিশু সুরক্ষা কমিশনের কাজে প্রশ্ন ছুড়ে দেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ” এই শিশু সুরক্ষা কমিশন যখন রামপুরহাটে নয় জন মহিলা আর দুজন শিশুকে পুড়িয়ে মারা হয় কোথায় ছিলেন বাবু আপনারা? হাঁসখালি তে তৃণমূলের উপপ্রধানের ব্যাটা তার জন্মদিনে গায়ে মদ ঢেলে ক্লাস নাইনের বাচ্চা মেয়ে শরীরকে শেষ করে দিয়ে, পোস্টমর্টেম পর্যন্ত করতে দেন নি। শ্মশানে নিয়ে গিয়ে জোর করে পুড়িয়ে দিয়েছিলেন তখন কোথায় ছিলেন এই শিশু সুরক্ষা কমিশন? বাগুইহাটির দুটো বাচ্চা শিশুকে যখন তুলে নিয়ে গিয়ে যখন ক্যানিং সন্দেশখালি র ডাকাত গুলো নিষ্পাপ শিশু দুটোকে মেরে দিল কোথায় ছিলেন শিশু সুরক্ষা কমিশন?”

এদিন শুভেন্দু বলেন, ‘গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নারী নির্যাতন, ধর্ষণ, নারীপাচার। আর এই তৃণমূলকে যদি আরও একটু বেশি রাখেন তাহলে পাড়ায় পাড়ায় আফতাব তৈরি হবে। ভালোবাসা থাকে হৃদয়ে। আর আফতাবের ভালোবাসা থাকে ফ্রিজের মধ্যে’।

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আক্রমণ করে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গ মা দুর্গার জায়গা। আর সেখানকার তৃণমূলের অতিশিক্ষিত সাংসদ মহুয়া মৈত্র বলছে, তোমাদের মা কালী মদ খায়, গাঁজা খায়, সিগারেট খায়। এরকম যদি উত্তর প্রদেশে বা রাজস্থানে বলত, দোকানে আর আলকাতরা থাকত না’।

Related Articles

Leave a Comment