Home সংবাদসিটি টকস ‘মেট্রো স্টেশনগুলিতে আমরা ফিডার সার্ভিস দেব,’ জানালেন ফিরহাদ হাকিম

‘মেট্রো স্টেশনগুলিতে আমরা ফিডার সার্ভিস দেব,’ জানালেন ফিরহাদ হাকিম

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:‘‘মেট্রো স্টেশনগুলিতে আমরা ফিডার সার্ভিস দেব। অর্থাৎ মেট্রো স্টেশনগুলিতে আমাদের যাত্রীরা বাসে এসে নামবেন। আবার ফেরার ক্ষেত্রেও একই ব্যবস্থা থাকবে। মুম্বই শহরেও এই ধরনের বাস সার্ভিস আছে। ফলে সেখানে লোকাল ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাওয়া যায়। মানুষকে মেট্রো পরিষেবার কাছাকাছি পৌঁছে দিতে হবে।’’

 

এদিন জাভা গেম কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তিনি আরও বলেন, ‘‘ব্যারাকপুর থেকে ‘ফিডার’ সার্ভিস থাকবে। কামারহাটির ভিতরের এলাকা দিয়ে ‘ফিডার’ সার্ভিস থাকবে দক্ষিণেশ্বর পর্যন্ত। সেই রকম মেট্রো রেল জুড়ে ‘ফিডার’ সার্ভিস থাকবে। বাস বা অটো মারফত এই ‘ফিডার’ পরিষেবা থাকেব।

 

২০৩০ সালের মধ্যে শহরের সব বাস যেমন ব্যাটারি পরিচালিত হয়ে যাবে। তেমনই, সেগুলিকে মেট্রো স্টেশনগুলির সঙ্গে জুড়েও দেওয়া হবে।’’ ফিরহাদ বলেন, ‘‘বিভিন্ন এলাকা থেকে যাতে মানুষজনদের এনে সরাসরি মেট্রো পরিষেবার কাছাকাছি আনা যায় সেই চেষ্টাতেই এই উদ্যোগের কথা ভাবা হয়েছে। তাই সব মেট্রো স্টেশনকেই এই ফিডার পদ্ধতিতে আনা হবে।’’ নিজের উদাহরণ দিয়ে ফিরহাদ বলেন, ‘‘আমি থাকি চেতলায়।

 

আমার কাছাকাছি মেট্রো স্টেশন বলতে কালীঘাট মেট্রো। তাই আমাদের চেতলা থেকে ফিডার পরিষেবা পেতে হবে।’’ তাঁর কথায়, ‘‘আমরা পরিবহণ নিয়ে নির্দিষ্ট পরিকল্পনা নিচ্ছি। আগামী দিনে কলকাতাকে যানজট মুক্ত রাখতে হলে ফিডার পদ্ধতি চালু করতে হবে। কলকাতায় মাত্র সাত শতাংশ উন্মুক্ত জায়গা আছে। যেভাবে গাড়ি বাড়ছে, তাতে আগামী দিনে যানজট বাড়বে এটাই স্বাভাবিক। যানজট যাতে কম হয় তার জন্য আমরা একাধিক উড়ালপুল করেছি। তবুও আমাদের বিকল্প ভাবতে হবে। সেই ভাবনা থেকেই ফিডার পরিষেবা দেওয়া হবে।’’

Related Articles

Leave a Comment