Home রাজনৈতিক ‘সারদা মামলায় সবাইকে যখন ডেকেছে, কেন শুভেন্দু অধিকারীকে ছাড়?’ প্রশ্ন তুললেন বাবুল সুপ্রিয়

‘সারদা মামলায় সবাইকে যখন ডেকেছে, কেন শুভেন্দু অধিকারীকে ছাড়?’ প্রশ্ন তুললেন বাবুল সুপ্রিয়

by Soumadeep Bagchi

কলকাতা টুডে ব্যুরো:সিবিআই যখন সারদা মামলায় সবাইকে ডেকেছে, তাহলে কেন শুভেন্দুর অধিকারীকে ডাকবে না। সিজিও কমপ্লেক্সে তৃণমূলের বিক্ষোভ অবস্থান থেকে বালিগঞ্জের বিধায়ক বাবুল সুপ্রিয় শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। তাঁর কথায়, সারদা মামলায় সবাইকে যখন ডেকেছে, কেন শুভেন্দু অধিকারীকে ছাড়?

 

বাবুলের কথায়, শুভেন্দু অধিকারী সিবিআই ও ইডি থেকে বাঁচতে বিজেপিতে গিয়েছেন। অমিত শাহের পা ধরেছেন শুভেন্দু অধিকারী। কেননা শুভেন্দু অধিকারীকে ক্যামেরার সামনে টাকা নিতে দেখা গিয়েছে। সারদা মামলায় তাঁর নাম উঠে এসেছে। তাই অন্যের বিরুদ্ধে আঙুল তোলার আগে নিজের মুখ আয়নায় দেখুন শুভেন্দু অধিকারী।

 

সিজিও কমপ্লেক্সের মঞ্চ থেকে এভাবেই গর্জে উঠলেন বাবুল সুপ্রিয়। বাবুল প্রশ্ন তোলেন, শুভেন্দু অধিকারীর কি আত্মমর্যাদা আছে? থাকলে তিনি এমন নির্লজ্জ আচরণ করতেন না। তিনি বিজেপিতে গিয়ে নির্লজ্জের মতো আচরণ করছেন বলে দাবি বাবুল সুপ্রিয়ের। বাবুল সুপ্রিয় এদিনের মঞ্চ থেকেই বলেন, বিজেপি ছেড়েছি অনেক যন্ত্রণায়। তাই আর যাই করি বিজেপি আর করব না।

Related Articles

Leave a Comment