Home খেলাধুলাফুটবল আই লিগের ইতিহাসে দ্রুততম গোল বাগানের প্রাক্তনীর

আই লিগের ইতিহাসে দ্রুততম গোল বাগানের প্রাক্তনীর

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ রবিবার মোহনবাগান মাঠে মোহনবাগানেরই প্রাক্তনী কোমরন তুরসুনভ ইতিহাস গড়লেন আইলিগে। আইলিগের ইতিহাসে দ্রুততম গোলের নিরিখে তাজিকিস্তান স্ট্রাইকার ছাপিয়ে গেলেন মোহনবাগানেরই আরেক প্রাক্তনী কাতসুমি উসাকে।

এদিন আইলিগের চতুর্থ ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ৫ সেকেন্ডে গোল করে নয়া রেকর্ড গড়লেন ট্রাউ এফসি-র তুরসুনভ। দুই মরসুম আগে ২০১৮-১৯-এ নেরোকার জার্সি গায়ে কাতসুমির করা দ্রুততম ১৩ সেকেন্ডের গোলের রেকর্ড ভেঙে দিলেন গত মরসুমে সবুজ মেরুন জার্সি গায়ে আই লিগ জয়ী স্ট্রাইকার।

মোহনবাগান মাঠে এদিন ট্রাউ এফসি’র নয়া রিক্রুট খেলা ঠিকঠাক শুরু হওয়ার আগেই বক্সের বাইরে থেকে বাঁক খাওয়ানো শটে বল জড়িয়ে দেন জালে। একইসঙ্গে রেকর্ডবুকে নাম তুলে নেন গত মরশুমে সবুজ-মেরুন জার্সি গায়ে খেলা এই তাজিকিস্তান ফুটবলার।

যদিও আইলিগে তুরসুনভের ইতিহাস গড়ার দিনে এগিয়ে গিয়েও ম্যাচ জিততে ব্যর্থ হল মণিপুরের দলটি। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে সেনা রালতের ফ্রি-কিক থেকে দুরন্ত হেডারে ১-১ করেন ম্যাসন রবার্টসন।

Related Articles

Leave a Comment