Home খেলাধুলাফুটবল লিপজ়িগের বিরুদ্ধে ১-১ গোলের ড্র খেলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

লিপজ়িগের বিরুদ্ধে ১-১ গোলের ড্র খেলে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ

by Web Desk

১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল

রিয়াল মাদ্রিদ একসময় চাপে পড়েছিল, কিন্তু সফলভাবে ১৪ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দল হিসেবে নিজেদের স্নায়ুর চাপ ধরে রেখেছিল। লিপজ়িগের বিরুদ্ধে ১-১ গোলের ড্র খেলে রিয়াল মাদ্রিদ দুটি পর্বের যোগমেলায় ২-১ গোলে এগিয়ে  থাকায় চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে নিজেদের জায়গায় অধিষ্ঠিত হল স্পেনের ক্লাব। প্রথম পর্বে ১-০ গোলে জিতেছিল রিয়াল। দ্বিতীয় পর্বের খেলায় লিপজ়িগ বেশি সুযোগ পেয়েছিল, কিন্তু সেখানেও রিয়াল মাদ্রিদ জিতে দাঁড়াতে সফল হল না।

প্রথম অংশে কয়েকটি সহজ সুযোগ নষ্ট করায়  লিপজ়িগ গোল করতে পারেনি। তাদের সঙ্গে মাঠে এগিয়ে আসতে হল লিপজ়িগকে। দ্বিতীয় অংশে ৬৫ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র গোল করে রিয়ালকে অগ্রসর করেছিলেন। তিন মিনিট পরে সমতা ফেরান উইলি ওরবান গোল করে।

গোল শেষ করার পরেও লিপজ়িগের আক্রমণ আরও বাড়ে। শেষের  দিকে তাদের একটি শট , পোস্টে লেগে ফিরত আসে । ম্যাচ ড্র হয়ে গেল। শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে সফল ক্লাব হিসেবে বিবেচিত  হয়। গত ১৪ বছরে মাত্র দু’বার তারা কোয়ার্টার ফাইনালে উঠতে পারে নি। এবং একবারও ইউরোপ চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখতে পারেননি।

Related Articles

Leave a Comment