Home খেলাধুলাক্রিকেট এবার করোনার থাবা ক্রীড়া জগতেও

এবার করোনার থাবা ক্রীড়া জগতেও

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: কোভিড সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় রবিবার বাংলার ক্রিকেটারদের আরটি-পিসিআর টেস্ট করিয়েছিল সিএবি। সেই রিপোর্টে সাতজন পজিটিভ এসেছে। রবিবার রাতে একটি বিবৃতিতে জানিয়েছেন সচিব স্নেহাশিস গাঙ্গুলি। সিএবি সূত্রের খবর, আক্রান্তদের মধ্যে রয়েছেন সুদীপ চট্টোপাধ্যায়, অনুষ্টুপ মজুমদার, গীত পুরি, প্রদীপ্ত প্রামাণিক, সুরজিৎ যাদব, কাজি জুনাইদ সফি। করোনা সংক্রমিত হয়েছেন বাংলার সহকারী কোচ সৌরশিস লাহিড়ীও। যদিও ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফের প্রত্যেকেই উপসর্গহীন ছিলেন।

আরও পড়ুন : ‘মুখ্যমন্ত্রীর কর্মসুচি দুয়ারে সরকারের নামে দুয়ারের সংকট, সন্ত্রাস ও সর্বনাশের পরিকল্পনা করছিল,’ সুজন চক্রবর্তীর কটাক্ষ

ওমিক্রন-ভ্যারিয়েন্ট নিয়ে প্রবল উদ্বেগের মধ্যেই দেশে গত ২৪ ঘণ্টায় দেশে বাড়ল দৈনিক সংক্রমন। তবে মৃতের সংখ্যা কমেছে গত একদিনে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আক্রান্তর সংখ্যা ৩৩ হাজার ৭৫০। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১০ হাজার ৮৪৬। গত একদিনে মৃত্যু হয়েছে ১২৩ করোনা আক্রান্তর।

আরও পড়ুন : আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, জানাল হাওয়া অফিস

দেশে বর্তমানে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৪৫ হাজার ৫৮২। অতিমারী শুরুর সময় থেকে এখনও পর্যন্ত করোনা সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ৯৫ হাজার ৪০৭। এখনও পর্যন্ত দেশে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৮১ হাজার ৮৯৩।

Topics

Bengal  Cricket  Covid19 Vaccine Health Kolkata

Related Articles

Leave a Comment