Home সংবাদসিটি টকস গৃহহীন কয়েকশো মানুষ, বাগবাজারের ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল মায়ের বাড়ির একাংশে

গৃহহীন কয়েকশো মানুষ, বাগবাজারের ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ল মায়ের বাড়ির একাংশে

by Kolkata Today

কলকাতা, ১৩ জানুয়ারি: বাগবাজারের মহিলা কলেজ সংলগ্ন বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড। গৃহহীন কয়েকশো মানুষ। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৭টি ইঞ্জিন। আগুন নেভাতে দমকলকর্মীদের সঙ্গে হাত লাগান মহারাজ এবং স্থানীয় বাসিন্দারাও।

বাগবাজার বস্তিতে বিধ্বংসী আগুনের ঘটনায় রেহাই পেল না সারদা মায়ের বাড়ি। বস্তিতে একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর, আগুনের লেলিহান শিখা মায়ের বাড়ির অফিসে ছড়িয়ে পড়ে। প্রায় আড়াইশো মানুষ গৃহহীন হয়ে পড়েছেন বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতা পুরসভার পুর প্রশাসক ফিরহাদ হাকিম ঘটনাস্থলে পৌঁছে তদারকি করেন। ২৭ ইঞ্জিনের চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসার পর ফিরহাদ হাকিম জানান, গৃহহীন সবাইকে পুনর্বাসন দেওয়া হবে। প্রচণ্ড শীতে যারা খোলা আকাশের নীচে এসে পড়েছেন, তাদের জন্য আপাতত ৪টি কমিউনিটি হলে রাখা হচ্ছে। বাগবাজার মহিলা কলেজেও থাকার ব্যবস্থা হয়েছে। বৃহস্পতিবার ফরেনসিক দল যাবে ঘটনাস্থলে।

দমকলকর্মীদের সঙ্গে মহারাজ এবং স্থানীয় বাসিন্দারাও আগুন নেভাতে হাত লাগিয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে বাগবাজারের হাজার হাত বস্তিতে। সারদা মায়ের বাড়ির পূর্ব দিকে ওই বস্তিটি রয়েছে। হাওয়ার কারণে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু। দমকলের ভূমিকা নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।

মায়ের বাড়ির এক ব্যক্তি জানান, সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে ওই বস্তিতে। ধোঁয়ায় ঢেকেছে মায়ের বাড়ির বইয়ের গুদাম। মায়ের বাড়ির পিছনের অংশে উদ্বোধনী কার্যালয়ে আগুন ছড়িয়ে পড়ে। মহরাজরাই তৎপরতার সঙ্গে কার্যালয় খালি করে। লাইব্রেরি ও বেশ কিছু কম্পিউটার, কাগজপত্র ভস্মীভুত হয়েছে বলে জানা যাচ্ছে।

Related Articles

Leave a Comment