Home খেলাধুলাক্রিকেট চিপকে এবার জিমির রিভার্স সুইং সামলাতে হবে না কোহলিদের

চিপকে এবার জিমির রিভার্স সুইং সামলাতে হবে না কোহলিদের

by Kolkata Today

চেন্নাই, ১২ ফেব্রুয়ারি: চেন্নাই পার্ট-টু। শনিবার থেকে চিপকেই দ্বিতীয় টেস্টে নামার আগে বিরাট-রোহিতদের জন্য সুখবর৷ জেমস অ্যান্ডারসনের রিভার্স সুইং সামলাতে হবে না ভারতীয় ব্যাটসম্যানদের৷ কারণ, দ্বিতীয় টেস্টে জেমস অ্যান্ডারসন-সহ তিন ক্রিকেটারকে বিশ্রাম দিল ইংল্যান্ড৷ শুধু জোফ্রা আর্চার চোটের কারণে এই টেস্ট খেলছেন না।

চিপকেই প্রথম টেস্টে ভারতকে ২২৭ রানে হারিয়েছে ইংল্যান্ড৷ ফলে চার টেস্টের সিরিজে ১-০ এগিয় থেকে শনিবার মাঠে নামছে রুট অ্যান্ড কোং৷ ম্যাচের আগের দিন শুক্রবার ১২ সদস্যের নাম ঘোষণা করল ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট৷ অ্যান্ডারসন ছাড়াও বিশ্রাম দেওয়া হয়েছে ডোমিনিক বেস এবং জোস বাটলারকে৷ এছাড়াও চোটের কারণে আগেই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন ফাস্ট বোলার জোফরা আর্চার৷

দ্বিতীয় টেস্টের দলে পাঁচটি পরিবর্তন করেছে ইংল্যান্ড৷ ১২ জনের স্কোয়াডে এসেছেন মইন আলি, স্টুয়ার্ট ব্রড, ক্রিস ওয়কস, বেন ফোকস ও ওলি স্টোন৷ অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়ার কথা আগেই জানিয়েছিল ইংল্যান্ড।

চলতি বছরে ঠাসা সূচির কথা মাথায় রেখে রোটেশন পদ্ধতি ক্রিকেটারদের খেলাচ্ছে ইংল্যান্ড টিম ম্যানেজমেন্ট৷ ঠিক শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্ট খেলা জনি বেয়ারস্টোকে ভারতের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্টে বিশ্রাম দেয় ইংল্যান্ড৷ ২০২১ অস্ট্রেলিয়ার মাটিতে অ্যাশেজের কথা ভেবে এই রোটেশনের পথে হাঁটছে রুটবাহিনী৷ ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টেও সে পথে হাঁটল ইংল্যান্ড৷ আমদাবাদে পিঙ্ক বল টেস্টে তরতাজ পেতেই অ্যান্ডারসনকে বিশ্রাম দিল ইংল্যান্ড থিঙ্কট্যাঙ্ক৷ চিপকেই প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অবশ্য জিমির রিভার্স সুইংয়ে কুপোকাত হয়েছিল ভারতীয় টপঅর্ডার। প্রথম টেস্টের পঞ্চম দিন লাঞ্চের আগে ৭ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন জিমি। ৩৮ বছরের এই ইংরেজ পেসার ম্যাচে পাঁচটি উইকেট নিয়েছিলেন৷ অ্যান্ডারসনের পরিবর্তে দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ স্টুয়ার্ট ব্রডকে৷ বিশ্রাম দেওয়া হয়েছে উইকেটকিপার ব্যাটসম্যান বাটলারকেও৷ তাঁর পরিবর্তে দলে নেওয়া হয়েছে দু’ বছর পর টেস্ট স্কোয়াডে ফেরা বেন ফোকসকে।

দ্বিতীয় টেস্ট ইংল্যান্ড দল: জো রুট (ক্যাপ্টেন), ররি বার্নস, ডম সিবলে, ড্যানিয়েল লরেন্স, বেন স্টোকস, ওলি পোপ, মোয়েন আলি, জ্যাক লিচ, স্টুয়ার্ট ক্রিস ওয়কস, বেন ফোকস, ওলি স্টোন

Related Articles

Leave a Comment