Home বিনোদন জেনে নিন !সারোগেসি বা IVF-এর মাধ্যমে অভিভাবকত্বের স্বাদ কোন কোন বলিউড তারকারা উপভোগ করছেন

জেনে নিন !সারোগেসি বা IVF-এর মাধ্যমে অভিভাবকত্বের স্বাদ কোন কোন বলিউড তারকারা উপভোগ করছেন

by Kolkata Today

কলকাতা টুডে ব্যুরো: সারোগেসি বা IVF-এর মাধ্যমে অভিভাবকত্বের স্বাদ পাওয়া গত কয়েক বছর ধরেই বলিউডে বেশ জনপ্রিয়।

আরও পড়ুনঃ ’এই সব নাটক নির্বাচনের আগে হয়,’ অখিলেশের সমর্থনে মমতার সভা নিয়ে কটাক্ষ দিলীপের

এখন বিশ্বের বিভিন্ন দেশে সারোগেসি বা গর্ভ ভাড়া করে বা IVF এর মাধ্যমে বাবা-মা হচ্ছেন অনেকেই। এতে পিছিয়ে নেই বলিউড তারকারাও। শোনা গিয়েছে সলমন খানও এই পথেরই পথিক হতে পারেন।

আরও পড়ুনঃ ‘নেতাজির নাম কে কলঙ্ক করার চেষ্টা করছে বিজেপি’,অভিযোগ ফিরহাদের

এক নজরে দেখে নেওয়া যাক বলিউডের কোন তারকারা এই পদ্ধতি গুলির মাধ্যমে অভিভাবকত্ব স্বাদ পেয়েছেন।

শিল্পা শেট্টি

সেই তালিকায় নবতম সংযোজন শিল্পা শেট্টি। সম্প্রতি সারোগেসির সাহায্যে রাজ কুন্দ্রা এবং শিল্পার ঘরে এসেছে কন্যাসন্তান।২০০৯ সালে শিল্পপতি রাজ কুন্দ্রার সঙ্গে বিয়ে হয় শিল্পার। ২০১২-তে তাঁদের প্রথম সন্তান ভিয়ানের জন্ম হয়। তবে বহুদিন শিল্পার শখ ছিল কন্যাসন্তানের মা হওয়ার। এ বার সেই স্বপ্ন পূর্ণ হল।

ফারাহ খান

কোরিয়োগ্রাফার ফারাহ খান এবং তাঁর স্বামী পরিচালক শিরিষ কুন্দর বিয়ের পরে দু’বছর চেষ্টা করেছিলেন সন্তানলাভের। কিন্তু সফল হননি। এরপর ২০০৮ সালে সারোগেসির মাধ্যমে মা হন ফারাহ। জন্ম দেন ট্রিপলেটের। তাঁর দুই মেয়ের নাম দিভা, অন্যা এবং ছেলের নাম জার।

আরও পড়ুনঃ ‘করোনার মৃত পরিবারের আবেদন সঠিক সাংখ্যার সাথে মিল নেই ,’ অভিযোগ শমীক ভট্টাচার্যর

আমির খান

বলিউড অভিনেতা আমির খানের দ্বিতীয় প্রাত্তন স্ত্রী কিরণ রাও মা হন IVF পদ্ধতিতেই। কিরণের বহু শারীরিক সমস্যার পর তাঁরা আজাদকে আনেন সারোগেসির মধ্যে দিয়েই।

শাহরুখ খান –

২০১৩ সালে সারোগেসির মাধ্যমেই শাহরুখ খান এবং গৌরী খানের সংসারে আসে তাঁদের ছোট ছেলে আব্রাম।

আরও পড়ুনঃ ‘শুভেন্দু অধিকারী বিরোধী নেতার ভূমিকা পালন করছেন না,’ অভিযোগ অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের

সোহেল খান

প্রথম সন্তানের জন্মের ১০ বছর পর সোহেল খান এবং তাঁর স্ত্রী সীমা খান সিদ্ধান্ত নেন যে তাঁরা ফেল সন্তান নেবেন। কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ায় তা সম্ভব ছিল না সেই সময়। তাই তাঁদের সাহায্য নিতে হয় IVF মাধ্যমের। বিয়ের ১৩ বছর পর তাঁদের দ্বিতীয় সন্তানের জন্ম হয় IVF পদ্ধতির মাধ্যমে।

আরও পড়ুনঃ গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১১,৪৪৭ জন,কলকাতায় আক্রান্ত ২১৫৪

কর্ণ জোহর

যমজ সন্তানের বাবা বলিউডের জনপ্রিয় ছবি নির্মাতা কর্ণ জোহর। সারোগেসির মাধ্যমেই জন্ম হয় তাঁর যমজ সন্তান যশ এবং রুহির।

তুষার কপূর

কর্ণ জোহরের মতো সিঙ্গল ফাদার তুষার কপূরও। অবিবাহিত তুষার পিতৃত্বের স্বাদ পেয়েছেন সারোগেসির মাধ্যমেই।

একতা কপূর

তুষার কপূরের মতো তাঁর দিদি প্রযোজক একতা কপূরও সিঙ্গল মাদার হয়েছেন সারোগেসির মাধ্যমে।

সানি লিওনে

প্রথম সন্তানকে দত্তক নেওয়ার পর বলিউড অভিনেত্রী সানি লিওনে ফের যমজ সন্তানের মা হন সারোগেসির মাধ্যমে।

প্রীতি জিন্তা

২০০১-এ মুক্তি পেয়েছিল বলিউডের জনপ্রিয় ছবি ‘চোরি চোরি চুপকে চুপকে’ । ছবিতে অভিনয় করেছিলেন সলমন খান , রানি মুখোপাধ্যায় এবং প্রীতি জিন্টা । এই ছবিতে একজন সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করেছিলেন প্রীতি। আর এটা ২০২১। কুড়ি বছর পর সারোগেসির মাধ্যমেই মা হলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টা। যমজ সন্তানের জন্ম হয়েছে তাঁর।

তবে একথা অস্বীকার করার জায়গা নেই,বলিউডে তারকাদের লাইমলাইটে আসার সহজ উপায়গুলোর মধ্যে একটা সারোগেসি। এই প্রক্রিয়া খরচ সাপেক্ষ, তাই এগোননা সাধারণ মানুষ।সে যাই হোক বলিউড তারকাদের এই পদক্ষেপ দেশকে ট্যাবু মুক্ত করতে সাহায্য করবে অনায়াসেই।

Topics

Surrogacy  Bollywood Celebrity Entertainment Kolkata

Related Articles

Leave a Comment