Home খেলাধুলাক্রিকেট ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই, চেন্নাইয়ে দুটি টেস্টেই দর্শক প্রবেশ নিষিদ্ধ

ঝুঁকি নিচ্ছে না বিসিসিআই, চেন্নাইয়ে দুটি টেস্টেই দর্শক প্রবেশ নিষিদ্ধ

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে ৫০ শতাংশ দর্শক নিয়ে খেলতে চেয়েছিল বিসিসিআই। কিন্তু বাস্তবে তা সম্ভব হচ্ছে না। গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের প্রথম দুটি ম্যাচ হবে রুদ্ধদ্বারেই। অর্থাৎ দর্শকশূন্য স্টেডিয়ামেই হবে ম্যাচ। শুক্রবার তামিলনাড়ু ক্রিকেট সংস্থার তরফেই এমনটা জানানো হয়েছে।

তামিলনাড়ু ক্রিকেট সংস্থার সচিব আর ভি রামস্বামীর কথা অনুযায়ী, বর্তমান কোভিড-১৯ পরিস্থিতির কথা মাথায় রেখেই ঝুঁকি নেওয়া হচ্ছে না। গত ২০ জানুয়ারি সংস্থার সমস্ত সদস্যদের কাছে একটি বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, বোর্ডের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই মুহূর্তে কোভিড অতিমারির কথা মাথায় রেখে বোর্ড আসন্ন ভারত-ইংল্যান্ড সিরিজে খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না। ফলে ৫ এবং ১৭ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠেয় দুটি টেস্ট দর্শকশূন্য স্টেডিয়ামেই খেলা হবে।’ অর্থাৎ দর্শক তো বটেই, কোনও অতিথি বা সাব-কমিটির সদস্যরাও প্রবেশ করতে পারবেন না।

আগামী ২৭ জানুয়ারির মধ্যে দুই দলেরই চেন্নাই পৌঁছনোর কথা। কোভিড পরীক্ষার পর জৈব সুরক্ষা বলয়ে ঢুকবেন ক্রিকেটাররা।

Related Articles

Leave a Comment