Home খেলাধুলাঅন্যান্য খেলাধুলা দিনভর নাটকের পর কোভিডমুক্ত সাইনা-প্রণয় বুধবার নামছেন তাইল্যান্ড ওপেনে

দিনভর নাটকের পর কোভিডমুক্ত সাইনা-প্রণয় বুধবার নামছেন তাইল্যান্ড ওপেনে

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ দিনভর নাটকের পর অবশেষে স্বস্তি। নিশ্চিন্ত হলেন দুই ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল ও এইচ এস প্রণয়। আয়োজকদের তরফ থেকে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে জানানো হয়েছে যে ওঁরা দুজনেই কোভিড নেগেটিভ। তাই বুধবার সাইনা, প্রণয়ের তাইল্যান্ড ওপেনের প্রথম রাউন্ডে খেলতে কোনও বাধা রইল না। তবে সাইনার স্বামী তথা অন্যতম প্রতিযোগী পারুপল্লি কাশ্যপকে হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। কাশ্যপ আগেও কোভিড আক্রান্ত হয়েছিলেন। এদিন দুপুরে তাঁর আরও একদফা কোভিড পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার ফলের উপরেই তাঁর প্রতিযোগিতায় খেলতে নামা নির্ভর করছে।

যদিও মঙ্গলবার সকালের দিকে দুই খেলোয়াড়ের কোভিড রিপোর্ট পজিটিভ আসে। স্বভাবতই বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের সঙ্গে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার কর্তাদের মধ্যে চাপানউতর শুরু হয়। এই বিষয়ে বিশ্ব ব্যাডমিন্টন ফেডারেশনের তরফ থেকে বলা হয়েছে, ‘সাইনা নেহওয়াল (ভারত), এইচ এস প্রণয় (ভারত), জোন্স রালফি জানসেনের (জার্মানি) সকালে কোভিড রিপোর্ট পজিটিভি আসে।

এরপর তাঁদের আরও একবার পিসিআর টেস্ট করা হয়। সেই টেস্টে তাঁদের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই বুধবার প্রতিযোগিতায় নামা নিয়ে কোনও সংশয় নেই।’ মঙ্গলবার শুরু হল তাইল্যান্ড ওপেন। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

সকালে সাইনার কোভিড রিপোর্ট পজিটিভ আসার পর তাঁর স্বামী তথা অন্যতম প্রতিযোগী পারুপল্লি কাশ্যপকেও হাসপাতালে বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে বলে খবর। তবে কাশ্যপ আগেও কোভিড আক্রান্ত হয়েছিলেন। এ দিকে, করোনার নমুনা সংগ্রহের সময় নাক থেকে রক্ত ঝরল কিদাম্বি শ্রীকান্তের। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

Related Articles

Leave a Comment