Home খেলাধুলাক্রিকেট পন্ত, সিরাজদের সাফল্যে নিজে কৃতিত্ব নিতে চাইলেন না দ্রাবিড়

পন্ত, সিরাজদের সাফল্যে নিজে কৃতিত্ব নিতে চাইলেন না দ্রাবিড়

by Kolkata Today

বেঙ্গালুরু, ২৫ জানুয়ারি: ভারতীয় ক্রিকেটে তিনি একদা ‘দ্য ওয়াল’ ও ‘মিস্টার ডিপেন্ডবল’। ক্রিকেটবিশ্ব তাঁকে চেনে ‘জেন্টেলম্যান অফ ক্রিকেট’ নামে৷ তিনি কিংবদন্তি রাহুল শরদ দ্রাবিড়৷ টিম ইন্ডিয়ার অতীতের ‘দ্য ওয়াল’ এখন ভারতীয় ক্রিকেটের প্রতিভা তুলে আনার কারিগর৷ দেশ যখন অস্ট্রেলিয়ার মাটিতে শুভমান গিল, মহম্মদ সিরাজ, ঋষভ পন্ত, ওয়াশিংটন সুন্দরদের সিরিজ জেতানো পারফরম্যান্সের পিছনে তাঁর হাত দেখছেন, তখন সেই কৃতিত্ব নিজে নিতে অস্বীকার করলেন দ্রাবিড়। প্রাক্তন ভারত অধিনায়ক এখন বিসিসিআই-এর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি(এনসিএ)-র ডিরেক্টর৷ তবে তার আগে অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় ‘এ’ দলের কোচের ভূমিকা পালন করেছেন দ্রাবিড়৷

সদ্য অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক সিরিজ জিতে দেশে ফিরেছে ভারতীয় দল৷ অজিদের বিরুদ্ধে সিরিজ জয়ের পিছনে অবদান রয়েছে টিম ইন্ডিয়ার তরুণ ক্রিকেটাদের। এঁদের মধ্যে অনেককেই খুব কাছ থেকে দেখেছেন দ্রাবিড়। অনূর্ধ্ব-১৯ দলই হোক বা ভারত ‘এ’ প্রত্যেকেই কোনও না কোনও সময়ে দ্রাবিড়ের প্রশিক্ষণে খেলেছেন। এনসিএ-র ডিরেক্টরের দায়িত্ব নেওয়ার আগে ২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত অনূর্ধ্ব-১৯ ও ভারতীয় ‘এ’ দলের কোচের ভূমিকা পালন করেন দ্রাবিড়৷ টিম ইন্ডিয়ার এই তরুণদের পিছনে তাঁর কৃতিত্ব রয়েছে৷ এই প্রসঙ্গে দ্রাবিড়ের বিনম্র উত্তর, ‘অপ্রয়োজনীয় কারণে কৃতিত্ব দেওয়া হচ্ছে আমাকে। সমস্ত কৃতিত্ব ছেলেদেরই প্রাপ্য৷’

গাব্বায় ভারতের ঐতিহাসিক টেস্ট জয়ে অবদান টিম ইন্ডিয়ার তরুণ তুর্কি গিল, পন্ত ও সিরাজদের। চোট আঘাতে জর্জরিত ভারত প্রথম সারির ৯ জন ক্রিকেটারকে ছাড়াই অজিভূমে অবিশ্বাস্য সিরিজ জয়ের কীর্তি গড়েছে। ব্রিসবেনে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে সিরিজের পাঁচ উইকেট এবং রেকর্ড ৩২৮ রান তাড়া করতে নেমে শুভমান গিলের ৯১ রান এবং পন্তের অপরাজিত ৮৯ রানের দুরন্ত ইনিংস ইতিহাস রচনা করে। ব্রিসবেনে অজিদের তিন উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জেতে ভারত৷ একই সঙ্গে গাব্বায় প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় টিম ইন্ডিয়া৷ এর আগে কোনও দিন ব্রিসবেনে টেস্ট জেতেনি ভারত৷

গাব্বায় এর আগে সবচেয়ে বেশি ২৩৬ রান তাড়া করে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ৷ তাও সেটা ৭০ বছর আগে৷ অর্থাৎ ১৯৫১ সালে৷ গাব্বায় অস্ট্রেলিয়ার পয়া মাঠে ৩২৮ তাড়া করে জয়ের স্বপ্ন অতি বড় সমর্থকও দেখেননি৷ কিন্তু মঙ্গলবার তা করে দেখান শুভমন গিল, ঋষভ পন্তরা৷ ব্রিসবেনে অস্ট্রেলিয়াকে ৩ উইকেটে হারিয়ে চার টেস্টের সিরিজ ২-১ জিত নেয় রাহানে অ্যান্ড কোং৷ গাব্বায় প্রথমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার-গাভাস্কর ট্রফি নিয়ে দেশে ফিরল আজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন নবীন ভারত।

Related Articles

Leave a Comment