Home খেলাধুলাফুটবল বাগানের সুবিধা করে নিজামের দুর্গে আটকে গেল শীর্ষে থাকা মুম্বই

বাগানের সুবিধা করে নিজামের দুর্গে আটকে গেল শীর্ষে থাকা মুম্বই

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ একাধিক সুযোগ এসেছিল দু’দলের কাছেই। কিছু শনিবাসরীয় ব্যাম্বোলিম স্টেডিয়ামে সুযোগের সদ্ব্যবহার করতে পারল না কেউই। ফলস্বরূপ আইএসএলের দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচে পয়েন্ট ভাগ করে নিল মুম্বই সিটি এফসি এবং হায়দরাবাদ এফসি। তারকাখোচিত মুম্বই সিটি এফসি এই নিয়ে চলতি টুর্নামেন্টে তৃতীয় ম্যাচে পয়েন্ট নষ্ট করল। প্রত্যাশিত লড়াই ছুঁড়ে দিয়ে বাণিজ্য নগরীর দলকে রুখে দিল নিজামরা।

সার্জিও লোবেরার তারকাখোচিত দলের বিরুদ্ধে এদিন দারুণ হোমওয়ার্ক করে নেমেছিল ম্যানুয়েল রোকার ছেলেরা। সেটা তাদের খেলাতেই স্পষ্ট। শুরু থেকেই হাই-প্রেসিং ফুটবলে মুম্বইকে চেপে ধরেছিলেন লিস্টন কোলাসোরা। যদিও ম্যাচের শুরুর দিকেই একটি ক্ষেত্রে পেনাল্টি হজম না করায় ভাগ্যবান বলতেই হবে হায়দরাবাদকে। বক্সের মধ্যে রেনিয়ার ফার্নান্দেজকে বিপজ্জনক ফাউল করেন মোহম্মদ ইয়াসির। পরোক্ষ ফ্রি-কিকের নির্দেশ দেন রেফারি, যা থেকে ফায়দা তুলতে পারেনি আইল্যান্ডাররা। প্রথমার্ধে মূলত আক্রমণ-প্রতি আক্রমণেই খেলা গড়ায়।

দু’টি ক্ষেত্রে দলের পতন রোধ করেন মুম্বই গোলরক্ষক অমরিন্দর সিং। তেমনই একটি ক্ষেত্রে দুর্দান্ত সেভ করে হায়দরাবাদকে লড়াইয়ে রাখে তাদের দুর্গের শেষ প্রহরী লক্ষ্মীকান্ত কাট্টিমনি। একটি ক্ষেত্রে ইয়াসিরের লব বল ধরে ওয়ান টু ওয়ান পরিস্থিতিতে মুম্বই গোলরক্ষককে পরাস্ত করতে ব্যর্থ হন জোয়েল চিয়ানসে। প্রথমার্ধের সেরা সুযোগ ওটাই। দ্বিতীয়ার্ধের শুরু থেকে কিছুটা স্নায়ুর চাপে ভুগতে থাকে মুম্বই ফুটবলাররা। সহজেই প্রতিপক্ষের পায়ে বল তুলে দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যায়। ৪৯ মিনিটে অমরিন্দরের ভুল পাস সরাসরি লিস্টনের পায়ে জমা পড়ে। বল ধরে আরেকটু তৎপরতা দেখালে হয়তো গোল চলে আসতে পারত হায়দরাবাদের।

যদিও টানা ১০ ম্যাচে অপরাজিত রইল আইল্যান্ডাররা। এই ড্র’য়ের ফলে ১১ ম্যাচ থেকে মুম্বইয়ের সংগৃহীত পয়েন্ট সংখ্যা ২৬। সমসংখ্যক ম্যাচে চতুর্থস্থানে থাকা হায়দরাবাদের পয়েন্ট ১৬।

Related Articles

Leave a Comment