Home খেলাধুলাক্রিকেট বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শুক্রবার ম্যাচের দিন সকালে

বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত শুক্রবার ম্যাচের দিন সকালে

by Kolkata Today

ব্রিসবেন, ১৪ জানুয়ারি: পেটের পেশিতে চোট। দুদিন আগে ভাল করে হাঁটতেই পারছিলেন না। তবু বুমরাহকে শুক্রবার থেকে শুরু হতে চলা সিরিজ নির্ণায়ক শেষ টেস্টে দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহকে খেলানোর মরিয়া চেষ্টায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাহকে খেলানোর চেষ্টাতেই শুক্রবার টেস্ট শুরুর দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাইছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম তিনটি টেস্টের প্রথম একাদশ ম্যাচের আগের দিন ঘোষণা করে দিয়েছিল ভারত৷ কিন্তু শেষ টেস্টের আগে চোট-আঘাতে দল মিনি হাসপাতাল হয়ে থাকায় সে পথে হাঁটল না ভারতীয় টিম ম্যানেজমেন্ট৷ এর কারণ মূলতঃ দলের ১১ জন ফিট প্লেয়ার খুঁজে বের করা। আর অবশ্যই দলের এক নম্বর পেসার জসপ্রীত বুমরাহকে মাঠে নামানোর চেষ্টা চালিয়ে যাওয়ার কারণ।এটা বৃহস্পতিবার টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েও দিলেন। বললেন, ‘শুক্রবার ম্যাচের আগে বুমরাহকে নিয়ে সিদ্ধান্ত। তারপর টেস্টের দল ঘোষণা।

ম্যাচের আগের দিন অর্থাৎ প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ বলেন, ‘বুমরাহকে পর্যবেক্ষণ করে চলেছে মেডিক্যাল টিম৷ সুতরাং আমরা মাচের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করতে চাই৷ ও খেলতে পারলে দারুণ হবে। আর না-পারলে আমাদের অন্য কিছু ভাবতে হবে৷ তবে বেশ কয়েকটি চোট আমাদের চিন্তার কারণ। তাদের নিয়ে আমরা সিদ্ধান্ত নেব আগামীকাল।’

শুক্রবার থেকে গাব্বায় শুরু হচ্ছে বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ তথা শেষ টেস্ট৷ সিরিজ ১-১ অবস্থায় শেষ টেস্টে নামছে ভারত ও অস্ট্রেলিয়া৷ ব্রিসবেন টেস্ট ড্র হলে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখবে ভারত৷ কারণ শেষবার অর্থাৎ ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়া সফরে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া৷ কিন্তু অস্ট্রেলিয়াকে বর্ডার-গাভাসকর ট্রফি পুনরুদ্ধার করতে হলে গাব্বায় জিততেই হবে টিম পেইনদের৷

অ্যাডিলেড ওভাল প্রথম টেস্ট জিতে অস্ট্রেলিয়া সিরিজের এগিয়ে গেলেও মেলবোর্নে দ্বিতীয় টেস্ট জিতে সমতা ফেরায় ভারত৷ সিডনিতে তৃতীয় টেস্ট ড্র হয়৷ অ্যাডিলেডে লজ্জাজনক হারলেও দ্বিতীয় টেস্টেই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া৷ সিডনিতেও দারুণ লড়াই করে ম্যাচ ড্র করে অজিঙ্ক রাহানের দল৷ কিন্তু ব্রিসবেনে মাঠে নামার আগে ভারতীয় দলের প্রধান সমস্যা চোট-আঘাত৷ প্রতিকূলতা কাটিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ গাব্বার বাইশ গজে। ব্রিসবেনের পরিসংখ্যান ভারতের পক্ষে নেই। এখনও পর্যন্ত গাব্বায় কোনও জয় নেই ভারতের। সবুজ পিচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ১৪৪ রানের মাঠে নিজেদের রেকর্ড উন্নত করার ম্যাচও হতে যাচ্ছে ভারতীয়দের কাছে।

Related Articles

Leave a Comment