Home খেলাধুলাক্রিকেট ভারতীয়দের সঙ্গে প্রতারণার ‘পুরস্কার’ পাচ্ছেন স্মিথ

ভারতীয়দের সঙ্গে প্রতারণার ‘পুরস্কার’ পাচ্ছেন স্মিথ

by Kolkata Today

জয়পুর, ১৩ জানুয়ারি: ভারতীয়দের সঙ্গে প্রতারণার পুরস্কার নাকি শাস্তি পাচ্ছেন তিনি? জুতোর স্পাইক দিয়ে ঋষভ পন্তের ব্যাটিং গার্ড মুছে দিয়ে আইপিএলে দল হারাতে চলেছেন স্টিভ স্মিথ। সূত্রের খবর, অজি তারকা ক্রিকেটারকে রিলিজ করতে চলেছে আইপিএলে রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি৷

বাইশ গজে অজি ক্রিকেটারদের স্লেজিং বিশ্ববন্দিত৷ কিন্তু তা বলে ব্যাটসম্যানকে আউট করার জন্য নক্কারজনক স্ট্র্যাটেজি নিতে হবে৷ সোমবার সিডনিতে পন্তকে আউট করতে স্মিথ যা করলেন, তা কুৎসিত বললেও কম বলা হবে। ভিডিও-তে পরিষ্কার দেখা গিয়েছে, জুতোর স্পাইক দিয়ে পন্তের ব্যাটিং গার্ড মুছে দিচ্ছেন স্মিথ৷ প্রাক্তন অজি অধিনায়কের এহেন আচরণে উত্তাল ক্রিকেটমহল৷ বছর দু’য়েক আগে জো’বার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতির কারণে এক বছরের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসিত হয়েছিলেন স্মিথ৷ শুধু নির্বাসন নয়, এর জন্য নেতৃত্বও হারাতে হয়েছে তাঁকে৷ তবুও শিক্ষা হয়নি তারকা এই অজি ব্যাটসম্যানের৷ সিডনি টেস্টে স্মিথের এই আচরণে মোটেই খুশি নয় তাঁর আইপিএল ফ্র্যাঞ্চাইজি৷

জানুয়ারির ২০ তারিখের মধ্যেই রিটেন করা ক্রিকেটারদের নামের তালিকা জমা দিতে হবে৷ এই তালিকায় স্মিথের নাম না-রাখার বিষয়ে চূড়ান্ত নিতে চলেছে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। তবে সিডনিতে এমন কীর্তি না ঘটালেও রয়্যালস থেকে রিলিজ পেতেন। ২০২০ আইপিএলের ফর্মের কথা বিবেচনা করেই স্মিথের বিষয়ে সিদ্ধান্ত এমনিতেই নিত রাজস্থানের ফ্র্যাঞ্চাইজি দলটি।

প্লে অফে ওঠার বিষয়ে ধারাবাহিক হওয়ার উপরে জোর দিচ্ছে রাজস্থান৷ ২০০৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর তিনবার আইপিএল প্লে-অফে ওঠে তারা৷ গত মরশুমে স্মিথের অফ-ফর্ম টুর্নামেন্টে ভুগিয়েছে রাজস্থানকে৷ একাধিকবার নিজের ব্যাটিং পজিশন বদলেও ছন্দে ফিরতে ব্যর্থ অজি তারকা ব্যাটসম্যান।

Related Articles

Leave a Comment