Home খেলাধুলাক্রিকেট ভোটের মধ্যে কলকাতাতেও হতে পারে আইপিএলের ম্যাচ, ভাবনা বোর্ডের

ভোটের মধ্যে কলকাতাতেও হতে পারে আইপিএলের ম্যাচ, ভাবনা বোর্ডের

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ এবার আর মরুদেশে নয়। একুশের আইপিএল ভারতেই আয়োজন করবে বিসিসিআই। চতুর্দশ আইপিএল যে ভারতেই হবে তা এক প্রকার নিশ্চিত হয়েই গিয়েছে। করোনা-আবহে দেশের একটি রাজ্য বা শহরে আইপিএল আয়োজনের পরিকল্পনা ছিল। প্রাথমিকভাবে মহারাষ্ট্রে আসন্ন ২০২১এর আইপিএল করার পরিকল্পনা ছিল বিসিসিআই-এর। কারণ, সেখানে মুম্বইয়ের ওয়াংখেড়ে ছাড়াও একাধিক আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আছে। কিন্তু মহারাষ্ট্রে কোভিড সংক্রমণ বাড়তে থাকায় পরিকল্পনা বদলাতে হচ্ছে সৌরভের বোর্ডকে। এখন কোহলিদের ক্রিকেট বোর্ড খোঁজ করছে আরও শহরের। তাদের ইচ্ছে, অন্তত চার-পাঁচটি শহরে খেলাগুলি আয়োজন করার। এর মধ্যে রয়েছে কলকাতাও।

বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘প্রথমে একটি শহরের পরিকল্পনা থাকলেও এখন আমরা আরও কিছু কেন্দ্রে খেলা আয়োজন করতে চাইছি। পরিস্থিতি ক্রমশ স্বাভাবিকের দিকে এগোচ্ছে। তাই আরও বেশি সমর্থক যাতে ক্রিকেটের আনন্দ পেতে পারেন সেই চেষ্টাই করা হচ্ছে। তবে জৈব সুরক্ষা এবং যাতায়াতের ব্যবস্থা মাথায় রেখেই কেন্দ্র নির্বাচন করা হবে।’

বিসিসিআই সূত্রে খবর, কোভিড সংক্রমণ বাড়তে থাকায় মুম্বই, পুণে বা মহারাষ্ট্রের বিকল্প হিসাবে কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু ও হায়দরাবাদের নাম ভাবা হচ্ছে। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন আছে এপ্রিলে। সেক্ষত্রে ভোটের দিনের সঙ্গে ম্যাচের দিনের যাতে সংঘাত না ঘটে সেটা দেখতে হবে। সেক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে সমস্ত কিছু চূড়ান্ত করতে হবে। সম্প্রতি জৈব সুরক্ষা বলয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির খেলা হয়েছে। এখন বিজয় হজারে ট্রফির খেলা চলছে। দল মালিকরাও বিভিন্ন শহরে খেলা আয়োজনে আগ্রহী।

তবে বোর্ড সূত্রে খবর, গ্রুপ পর্বের ম্যাচ একাধিক শহরে হলেও প্লে-অফ ও ফাইনাল এবার মোতেরায় নবরূপে সজ্জিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আয়োজন করা হবে।

Related Articles

Leave a Comment