Home খেলাধুলাফুটবল সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে লড়ছেন প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা

সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে লড়ছেন প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সংকটজনক অবস্থায় হাসপাতালে জীবনযুদ্ধ জয়ের লড়াই চালাচ্ছেন ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা। বিরল HLH রোগে আক্রান্ত প্রশান্ত। এই মুহূর্তে টাটা মেমোরিয়াল রিসার্চ সেন্টারে চিকিৎসা চলছে তিন প্রধানে খেলা প্রাক্তন ফুটবলারের।

প্রশান্তর দাদা বিখ্যাত গোলরক্ষক হেমন্ত ডোরা জানিয়েছেন, তাঁর ভাইয়ের প্লেট লেট দ্রুত কমে যাচ্ছে। O+ গ্রুপের রক্ত লাগবে। যদি কেউ O+ গ্রুপের রক্ত দিয়ে সাহায্য করে, তাহলে ভাইকে সুস্থ করে বাড়ি নিয়ে যেতে পারব।’

ডোরা পরিবার সূত্রে জানা গেল, আড়াই মাস আগে থেকেই জ্বরে আক্রান্ত হয়েছিলেন প্রশান্ত। প্লেট লেট কমতে থাকে। চিকিৎসকরা প্রথমে রোগ ধরতে পারেননি। পরে দেখা গেল HLH রোগে আক্রান্ত জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক প্রশান্ত ডোরা।

রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্র কিছু O+ রক্তের ব্যবস্থা করেছেন। প্রয়োজনে আরও রক্তের ব্যবস্থা করবেন বলে জানিয়েছেন তিনি

Related Articles

Leave a Comment