Home খেলাধুলাক্রিকেট সিরাজদের বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়, স্বীকার করল ক্রিকেট অস্ট্রেলিয়া

সিরাজদের বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়, স্বীকার করল ক্রিকেট অস্ট্রেলিয়া

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ সিডনির মাঠে টিম ইন্ডিয়ার ক্রিকেটার মহম্মদ সিরাজকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয়েছিল, মেনে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজকে দর্শক আসন থেকে বর্ণ বিদ্বেষী আক্রমণ করা হয় বলে সরকারিভাবে অভিযোগ জানিয়েছিল ভারতীয় বোর্ড। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত করার পর বুধবার জানানো হয় দর্শকদের মধ্যে থেকে বর্ণবিদ্বেষী আক্রমণ করা হয় সিরাজদের। গাব্বার মাঠে যে দর্শকরা বর্ণবিদ্বেষী আক্রমণ করেছিলেন তাঁদের এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

সিডনিতে সিরিজের তৃতীয় টেস্টে প্রথম বর্ণবিদ্বেষী আক্রমণের শিকার হতে হয় সিরাজদের। গাব্বার মাঠেও তাঁদের আক্রমণ করা হয়েছিল। মাঠ থেকে ৬ জন দর্শককে বার করেও দেওয়া হয়েছিল চতুর্থ টেস্টের সময়। সেই দর্শকদের এখনও চিহ্নিত করা যায়নি বলে জানিয়েছে অস্ট্রেলিয়া।

ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়েছে, ‘আইসিসি-র কাছে সিডনির গ্যালারিতে দর্শকদের আচরণ নিয়ে রিপোর্ট জমা দেওয়া হয়েছে।’

২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে দেশে ফিরে সিরাজ জানিয়েছিলেন, মাঠের আম্পায়াররা অজিঙ্ক রাহানেকে দল নিয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার কথাও বলেছিলেন। ভারত যদিও তা করেনি। মাঠে থেকে ম্যাচ শেষ করে তারা।

Related Articles

Leave a Comment