Home খেলাধুলাক্রিকেট ১০০-এ ২০০, ডনের রেকর্ড ছুঁয়ে বাকিদের পিছনে ফেলে দিলেন জো রুট

১০০-এ ২০০, ডনের রেকর্ড ছুঁয়ে বাকিদের পিছনে ফেলে দিলেন জো রুট

by Kolkata Today

চেন্নাই, ৬ ফেব্রুয়ারি: চিপকে ভারতীয় বোলারদের বিরুদ্ধে দ্বিতীয় দিনেও রুট আধিপত্য অব্যাহত। শুক্রবার টেস্টের প্রথম দিনই কেরিয়ারের শততম টেস্টে সেঞ্চুরি করে নজির গড়েছিলেন ইংল্যান্ড ক্যাপ্টেন৷ আর শনিবার দ্বিতীয় দিন সেঞ্চুরি-টেস্টে হাঁকালেন ডাবল-সেঞ্চুরি। সেইসঙ্গে অধিনায়ক হিসেবে টানা তিনটি টেস্টে দেড়শো রানের গণ্ডি টপকে স্যর ডন ব্র্যাডম্যানকে ছুঁয়েও ফেললেন জো রুট। অশ্বিনকে ছক্কা হাঁকিয়ে দ্বিশতরানে পৌঁছলেন ইংল্যান্ড অধিনায়ক। শেষবেলায় ব্যক্তিগত ২১৮ রান করে আউট হলেন। শাহবাজ নাদিমের বলে এলবিডব্লিউ হলেন। ততক্ষনে রানের পাহাড়ে বসেছে ইংল্যান্ড।

উপমহাদেশের পিচে স্পিনারের বিরুদ্ধে রুটের মাস্টারক্লাস ব্যাটিং ইংল্যান্ডকে সাফল্য এনে দেয়৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের দুই টেস্টের সিরিজ জয়ে বড় অবাদন ছিল ক্যাপ্টেন রুটের৷ লঙ্কার বিরুদ্ধে দু’টি টেস্টে ২২৮ এবং ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি৷ আর চিপকে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টেই দেড়শো রানের গণ্ডি টপকে নজির গড়েন রুট৷

প্রথম দিন ভারতীয় বোলারদের ক্লাবস্তরে নামিয়ে এনে চিপকে প্রথম টেস্টের প্রথমদিনই শতরান হাঁকিয়েছিলেন রুট৷ সেই সঙ্গে তৃতীয় ইংরেজ ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করে ইংরেজ অধিনায়ক কলিন কাউড্রে, অ্যালেক্স স্টুয়ার্টের সঙ্গে একাসনে বসে পড়েন তিনি৷ আর রুট হলেন বিশ্বের নবম ব্যাটসম্যান, যিনি শততম টেস্টে শতরানের বিরল কৃতিত্ব অর্জন করলেন৷

ক্যাপ্টেন হিসেবে কিংবদন্তি ডনের পরেই এই কৃতিত্ব রুটের৷ তবে বিশ্বের সাত নম্বর ব্যাটসম্যান হিসেবে এলিট ক্লাবে নাম লেখান এই ইংরেজ ব্যাটসম্যান৷ ব্র্যাডম্যান ছাড়াও এই কৃতিত্ব রয়েছে নিউজিল্যান্ডের টম লাথাম, শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা, পাকিস্তানের মুদাসর নজর এবং জাহির আব্বাস এবং ইংল্যান্ডের ওয়ালি হ্যামন্ড৷ তবে টানা চারটি টেস্টে দেড়শো রানের বেশি স্কোর করার বিরল নজির রয়েছে কিংবদন্তি লঙ্কান উইকেটকিপার ব্যাটসম্যান সঙ্গকারার৷

তবে রুট হলেন দ্বিতীয় ব্যাটসম্যান, যিনি বিদেশের মাটিতে এই রেকর্ড গড়লেন৷ তাঁর আগে এই রেকর্ড করেন হ্যামন্ড৷ একই সঙ্গে পাকিস্তানের দুই কিংবদন্তি আব্বাস ও মুদাসরের মতো রুটও তিন টেস্টেই প্রথম ইনিংসে এই স্কোর করেন৷ শুক্রবার টেস্টের প্রথম দিন তাঁর শততম টেস্টে সেঞ্চুরি করে অপরাজিত ছিলেন রুট৷ দিনের শেষে ১২৮ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ড অধিনায়ক৷ এদিন লাঞ্চে ১৫৬ রানে অপরাজিত থেকে ব্র্যাডম্যানকে ছুঁলেন৷

দ্বিতীয়দিন প্রথম সেশনে সাফল্যহীন ছিলেন ভারতীয় বোলাররা৷ মধ্যাহ্নভোজের বিরতিতে ইংল্যান্ডের রান ছিল ৩ উইকেটে ৩৫৫৷ রুট দেড়শো রানের গন্ডি পূর্ণ করার অনতিপরেই অর্ধ-শতরান পূর্ণ করেন বেন স্টোকস৷ মধ্যাহ্নভোজের বিরতির ঠিক আগেই ৩৫০ রানের গন্ডি পেরিয়ে যায় ইংল্যান্ড৷ তবে লাঞ্চের পর স্টোকসের উইকেট হারায় ইংল্যান্ড৷ ৮২ রানের ঝোড়ো ইনিংস খেলে নাদিমের বলে প্যাভিলিয়নে ফেরেন ইংরেজ অল-রাউন্ডার৷ তবে তার আগে চতুর্থ উইকেটে স্টোকসের সঙ্গে ১০০ রানের পার্টনারশিপ গড়েন রুট৷

Related Articles

Leave a Comment