Home খেলাধুলাক্রিকেট ৩২ বছর পর গাব্বায় হার অজিদের, পন্ত-শুভমানদের ব্যাটে ভারতীয় ক্রিকেটে সূর্যোদয়

৩২ বছর পর গাব্বায় হার অজিদের, পন্ত-শুভমানদের ব্যাটে ভারতীয় ক্রিকেটে সূর্যোদয়

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ডনের দেশে নয়া ইতিহাস তরুণ ভারতের। কোহলি-শামি-ইশান্তরা নেই। শেষ টেস্টে খেলেননি অশ্বিন-জাদেজা-বুমরাহ-হনুমাও। তারপরেও তরুণদের নিয়েই অজি ডেরায় দর্পচূর্ণ ক্যাঙারুবাহিনীর। অস্ট্রেলিয়ার মাটিতে ফের টেস্ট সিরিজ জিতল ভারত। এই নিয়ে পরপর দু’বার বর্ডার-গাভাসকর ট্রফি জয়। যা ভারতীয় ক্রিকেটের অমূল্য দলিল হয়ে থাকবে। মঙ্গলবার ব্রিসবেনের গাব্বায় ইতিহাস তৈরি করলেন অজিঙ্ক রাহানেরা। প্রথমবার এই মাঠে টেস্ট জিতল ভারত। আর অস্ট্রেলিয়া ৩২ বছর পর প্রথমবার গাব্বায় হারের স্বাদ পেল। শেষবার ১৯৮৮ সালে অজিরা গাব্বায় হেরেছিল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টের চতুর্থ ইনিংসে ৩২৮ রান তাড়া করে জয়ের বিশেষ নজির নেই। গাব্বায় এতদিন এই রেকর্ড ছিল ২৩৬ রানের। ১৯ জানুয়ারি, ২০২১ সেই রেকর্ডও ভেঙে দিল কোহলি-শামি-অশ্বিনহীন ভারতের তরুণ ব্রিগেড। ৩২৮ রানের লক্ষ্য পার করে ৩ উইকেটে জয় ছিনিয়ে নিল টিম ইন্ডিয়া। এক ঝাঁক সিনিয়র ছাড়া তরুণদের নিয়েই ২-১ ব্যবধানে সিরিজ জিতে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখল ভারত। বিরাট কোহলির নেতৃত্বে গতবার সিরিজ জেতা যদি ইতিহাস হয়ে থাকে, তবে তাঁকে ছাড়া রাহানেদের এই জয় আরও বড় কীর্তি হয়ে থাকবে। কারণ এবার বিপক্ষে ছিল পূর্ণ শক্তির অস্ট্রেলিয়া দল।

চোটে জর্জরিত ভারতীয় দল প্রথম একাদশ নামাতেই সমস্যায় পড়েছিল গাব্বায়। সেখান থেকে শেষ দিনে ৩২৮ রান তাড়া করে জয় ছিল শুধুই স্বপ্ন। সেই স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন তরুণ ওপেনার শুভমান গিল। চেতেশ্বর পূজারা যখন সব চেয়ে বেশি বল খেলে ৫০ করছেন, শুভমান (৯১) তখন টেস্ট ক্রিকেটে প্রথম সেঞ্চুরির পথে। সেই সেঞ্চুরি না এলেও জয়ের আলোর রেখা তখন দেখতে পেয়ে গিয়েছে ভারত। রাহানের ২২ বলে ২৪ রানের ইনিংস যেন বুঝিয়ে দিল ড্র নয় জিতেই ফিরতে চান তিনি। পূজারা (৫৬) রাহানেরা (২৪) শুরু করলেও শেষ করতে পারেননি। কাপ আর ঠোঁটের মধ্যে তফাৎ রয়ে গিয়েছিল তখনও। সেই দূরত্ব মোছার কাজটাই করলেন ঋষভ পন্ত। দুরন্ত ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেই ফিরলেন তিনি। শেষ দিকে পন্তকে সঙ্গ দিলেন অভিষেককারী ওয়াশিংটন সুন্দর (২২)। এইভাবে দলকে টেস্ট ও সিরিজ জেতানোর পর টেস্টে ভারতের প্রথম একাদশে জায়গা পাওয়া নিয়ে আর বোধহয় বিশেষ ভাবতে হবে না ঋষভ পন্তকে।

টেস্টে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ বিশ্বের অন্যতম সেরা। সেই আক্রমণকে ভোঁতা করলেন পন্ত, ওয়াশিংটনরা। এক নতুন ভারতের জন্ম হল ব্রিসবেনের মাঠে। যারা বিপক্ষের চোখে চোখ রেখে শেষ বল অবধি লড়তে জানে। ঐতিহাসিক জয়ের পর জাতীয় পতাকা নিয়ে ভিকট্রি ল্যাপ টিম ইন্ডিয়ার বীর ক্রিকেটারদের। তেরঙা নিয়ে সবার আগে জয়ের নায়ক ঋষভ পন্ত। আর সিরিজ জয়ের বর্ডার-গাভাসকর ট্রফিটা অধিনায়ক আজিঙ্ক রাহানে সবার আগে তুলে দিলেন তরুণ শার্দূল-নটরাজনদের হাতে। ভারতীয় ক্রিকেটের নতুন সূর্যোদয় দেখল গাব্বার বাইশ গজ।

Related Articles

Leave a Comment