Home খেলাধুলাক্রিকেট ৩৩০ দিন পর ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

৩৩০ দিন পর ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট

by Kolkata Today

নিজস্ব প্রতিনিধিঃ ৩৩০ দিন পর ভারতের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। গত বছর মার্চে ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ানডে সিরিজ করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে যায়। তারপর থেকে কোভিড সংক্রমণের জেরে কার্যত স্তব্ধ হয়ে যায় বিশ্বজুড়ে খেলার আসর। ক্রিকেটও ব্যতিক্রম ছিল না। ভারতেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী থাকায় এদেশেও বন্ধ থাকে সমস্ত প্রতিযোগিতা।

করোনা আবহের মধ্যেই ২০২০ আইপিএল অনুষ্ঠিত হয়। তবে তা দেশের বাইরে সরিয়ে নিয়ে যায় বিসিসিআই। আমিরসাহিতে জৈব সুরক্ষা বলয়ে হয় আইপিএল। ৬০ দিনের প্রতিযোগিতা শেষে কোহলিরা রওনা হন অস্ট্রেলিয়ায়। সেখানে তরুণ ব্রিগেডকে নিয়ে চার টেস্টের সিরিজ জিতে নয়া ইতিহাস তৈরি করে আজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন ভারতীয় দল।

অবশেষে সম্পূর্ণ আনলক পর্বে দেশের মাটিতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। ১১ মাস পর ভারতে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। শুক্রবার থেকে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে ভারত-ইংল্যান্ডের মধ্যে সিরিজের প্রথম টেস্ট শুরু হচ্ছে। ইংল্যান্ড এই সফরে কোহলির ভারতের বিরুদ্ধে চারটি টেস্ট, তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-২০ আন্তর্জাতিক ম্যাচ খেলবে।

ভারত-ইংল্যান্ড চার টেস্টের সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হবে সন্দেহ নেই। টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় ফাইনালিস্ট দল কে হবে, তা ভারত-ইংল্যান্ড সিরিজেই চূড়ান্ত হয়ে যাবে। এই সিরিজ কোহলির ভারত যদি ২-১ বা তার বেশি ব্যবধানে জেতে, তাহলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাবে। সেক্ষেত্রে লর্ডসে আগামী জুনে কেন উইলিয়ামসনের দলের বিরুদ্ধে ফাইনাল খেলবে বিরাটবাহিনী।

Related Articles

Leave a Comment