কলকাতা টুডে ব্যুরো: নেদারল্যান্ডসের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার হারে সেমি ফাইনালে পৌছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। শনিবার পর্যন্ত জিম্বাবোয়ের বিরুদ্ধে ম্যাচ ভারতের কাছে ডু অর ডাই ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকার বিদায়ে সুপার ১২ রাউন্ডের শেষ ম্যাচ টিম ইন্ডিয়ার কাছে নিয়মরক্ষার হয়ে দাঁড়িয়েছে।
অপরদিকে, বিশ্বকাপ থেকে বিদায় নিলেও জিম্বাবোয়ের কাছে এই ম্যাচ সম্মান রক্ষার। সেমির টিকিট পাকা হয়ে যাওয়ায় এই ম্যাচে ভারতীয় দল প্রথম একাদশ নির্বাচনে কোনও পরীক্ষার পথে হাঁটবে কিনা তা নিয়ে একটা জল্পনা রয়েছে। ঋষভ পন্থ, যুজবেন্দ্র চাহলরা সুযোগ পাবেন কিনা তা নিয়েও ক্রিকেট প্রেমিদের মধ্যে কৌতুহল রয়েছে। অপরদিকে, জিম্বাবোয়ে তাদের পুরো শক্তি দিয়েই ঝাপাতে চলেছে।
ভারতীয় দলের প্রথম একাদশের ব্যাটিং লাইনে ওপেনিংয়ে কেএল রাহুল ও রোহিত শর্মা। এরপর মিডল অর্ডারে দুরন্ত ফর্মে থাকা বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলে উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসেবে দীনেশ কার্তিক। পেসার অলরাউন্ডার হিসেবে খেলবেন হার্দিক পান্ডিয়া। এছাড়া দলে বাঁ হাতি স্পিনার অলরাউন্ডার হিসেবে খেলবেন অক্ষর প্যাটেল। দলে প্রধান স্পিনার অশ্বিন। তিন পেসার হলেন অর্শদীপ সিং, মহম্মদ শামি ও ভুবনেশ্বর কুমার।
অপরদিকে, জিম্বাবোয়ে প্রথম একাদশের ব্যাটিং লাইনআপের ওপেনিংয়ে ওয়েসলি মাধেভেরে ও ক্রেইগ এরভিন। মিডল অর্ডারে রেগিস চাকাবাভা, সিন উইলিয়ামস, মিল্টন সুম্বা। দলে অলরাউন্ডারের ভূমিকায় সিকন্দর রাজা ও রায়ান ব্রুল। জিম্বাবোয়ের বোলিং অ্যাটাকে লিউক জঙ্গে, রিচার্ড নাগাভারা, টেন্ডাই ছাতারা ও ট্রেন্ডিং মুজারাবানি।
প্রসঙ্গত, দুই দলের ব্যাটিং-বোলিং বিভাগের শক্তির তুলনা করলে ভারতীয় দল অনেকটাই এগিয়ে। বৃষ্টি নাহলে জিম্বাবোয়েকে হারিয়েই ভারতীয় দল সেমি ফাইনালে পৌছবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।