নিজস্ব প্রতিনিধিঃ নতুন বছরের শুরুতেই ধাক্কা এটিকে মোহনবাগান শিবিরে। ট্রান্সফার উইন্ডোতে প্রতিশ্রুতিমান উইঙ্গার নংডোম্বা নাওরেমকে সই করাতে পারছে না এটিকে মোহনবাগান। কারণ, মেডিক্যাল টেস্টের সময় দেখা যায় নাওরেমের এসিএল চোট রয়েছে। অস্ত্রোপচার প্রয়োজন।
দিন কয়েক আগেই কেরালা ব্লাস্টার্সের সঙ্গে একটি সোয়াপ ডিল হয় এটিকে মোহনবাগানের। এই ‘সোয়াপ ডিল’ অনুযায়ী নংডোম্বা নাওরেমকে নিজেদের দলে নেয় এটিকে মোহনবাগান। বিনিময়ে শুভ ঘোষকে দেয় কেরালাকে। এই ফুটবলার বিনিময়ে নাওরেমের জন্য ট্রান্সফার ফি দেওয়ার কথা ছিল এটিকে মোহনবাগানের। কিন্তু মেডিক্যাল টেস্টের রিপোর্টে নাওরেমের চোট ধরা পড়ায় কেরালাকে কোনও ট্রান্সফার ফি দেবে না মোহনবাগান।
এটিকে মোহনবাগান কর্তাদের সাফ বক্তব্য, নাওরেমের চোট নিয়ে তাদের পুরোপুরি অন্ধকারে রাখা হয়েছিল। তাই কেরালা ব্লাস্টার্সকে কোনও ফ্র্যাঞ্চাইজি ফি দেওয়া হবে না।
প্রশ্ন উঠছে, চোট কীভাবে লাগল? কেরালার টিম ম্যানেজমেন্ট, চিকিৎসক কেউ চোটের খবর জানতে পারল না কেন? নাওরেম নিজেও কি জানতেন না তাঁর এসিএল চোটের কথা? নাকি চোট লুকিয়ে রাখা হয় সোয়াপ ডিলের সময়?