নিজস্ব প্রতিনিধিঃ সৈয়দ মুস্তাক আলি জাতীয় টি-২০ টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরির মালিক হলেন বাংলার বিবেক সিং৷ সেই সঙ্গে টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেল বাংলা৷ বিবেকের অপরাজিত শতরান ও ঈশান পোড়েলের দুরন্ত বোলিংয়ের দৌলতে মঙ্গলবার ঝাড়খণ্ডকে ১৬ রানে হারায় বঙ্গ ব্রিগেড। এই জয়ের পর ২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে উঠল বাংলা।
এদিন টসে জিতে ঝাড়খণ্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলার অধিনায়ক অনুষ্টুপ মজুমদার। প্রথম ম্যাচে ওড়িশার বিরুদ্ধে ৫৪ রানে অপরাজিত ছিলেন বিবেক।
এদিন ঝাড়খণ্ডের বিরুদ্ধে আক্রমণাত্মক ব্যাটিং করে সেঞ্চুরি করে বাংলার এই ওপেনার৷ টি-২০ ফর্ম্যাটে এটাই বিবেকের প্রথম সেঞ্চুরি।
ইনিংসে ১৩টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে বাংলার ইনিংসের শেষ ওভারে সেঞ্চুরিতে পৌঁছন বিবেক৷ স্ট্রাইক-রেট ১৫৬.২৫৷ অন্যদিকে ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে বাংলার জয়ে অন্যতম ভূমিকা নেন পেসার ঈশান পোড়েল।