নিজস্ব প্রতিনিধিঃ শুক্রবার আইএসএলে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামছে এসসি ইস্টবেঙ্গল। শুরুর ব্যর্থতা কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে রবি ফাওলারের দল। শেষ পাঁচ ম্যাচে অপরাজিত লাল-হলুদ বাহিনী। যার মধ্যে দুটি জয়।
কেরালার বিরুদ্ধে দ্বিতীয় পর্বের ম্যাচে নামার আগে ব্রাইট এনোবাখারেকে নিয়ে আক্ষেপ শোনা গেল কোচ রবি ফাওলারের গলায়। ইস্টবেঙ্গল কোচের আক্ষেপ, যদি ব্রাইটকে আরও আগে লিগের শুরুতে পাওয়া যেত!
রবি ফাওলার বলেন, ‘মরশুমের শুরু থেকেই আমরা যদি ব্রাইটকে পেতাম, তাহলে খুব ভাল হত। ও সত্যিই দারুণ ফুটবলার। ব্রাইট দলে আসায় আমাদের শক্তি অনেকটাই বেড়েছে। ওর মত ফুটবলার দলে থাকলে অন্য ভাল ফুটবলাররাও উন্নতি করবে।’
শুক্রবার কেরালা ব্লাস্টার্স ম্যাচে চোটের কারণে পিলকিংটনকে পাওয়া যাবে কিনা, তা নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত ইস্টবেঙ্গল শিবিরে। ম্যাচের আগের দিন ফাওলার বলেন, ‘দ্রুত উন্নতি করছে পিলকিংটন। ও খুব তাড়াতাড়ি ফিরবে। প্রথম থেকেই খেলছে। পুরো ফিট না হলেও মাঠে নেমে নিজেকে উজাড় করে দিয়েছে পিলকিংটন। আমরা কিছুটা সাবধানেই থাকার পরামর্শ দিই ওকে। শুক্রবারের ম্যাচে ও থাকবে কিনা, এখনই বলা যাচ্ছে না। তবে, আশা করব খুব তাড়াতাড়ি ফিরবে ও আরও গোল করবে।’ ১০ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে দশ নম্বরে থাকা কেরলা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামলেও প্রতিপক্ষ নিয়ে সতর্ক পিলকিংটনদের কোচ।