নিজস্ব প্রতিনিধিঃ ঘরের মাঠে ফের হার। মুস্তাক আলি জাতীয় টি-টোয়েন্টি থেকে লজ্জার বিদায় বাংলার। অসমের পর সোমবার রাতে ইডেন গার্ডেন্সে তামিলনাড়ুর কাছে হেরে মুস্তাক আলি থেকে ছিটকে গেল বঙ্গ ব্রিগ্রেড।
সোমবার ইডেন গার্ডেন্সে তামিলনাড়ুর কাছে ৮ উইকেটে হেরে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি প্রতিযোগিতা থেকে ছিটকে গেল বাংলা। সৌজন্যে তৃতীয় উইকেটে দীনেশ কার্তিক ও এন জগদীশনের ১১০ রানের লম্বা পার্টনারশিপ।
জয়ের হ্যাটট্রিক করে নতুন বছরে বেশ আশা জাগিয়েছিল অনুষ্টুপ মজুমদারের দল। অসমের বিরুদ্ধে ১৩ রানে হেরে আগেই কাজটা কঠিন করেছিল তারা। যদিও অধিনায়ক জোর গলায় বলেছিলেন,’চ্যাম্পিয়ন হতে গেলে বড় দলকে হারাতেই হবে। তাই চ্যাম্পিয়নের মতো ম্যাচটা খেলব।’
কিন্তু কোথায় কি! বরং লজ্জাজনক হারের সাক্ষী থাকল বঙ্গক্রিকেট। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই ঘরের মাঠে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়ল বাংলা দল।