নিজস্ব প্রতিনিধিঃ জীবনের সেরা ইনিংস খেলে ভারতকে টেস্ট ও সিরিজ জিতিয়ে নায়ক ঋষভ পন্ত। ঋষভের ১৩৮ বলে অপরাজিত ৮৯ রানের ইনিংসে ভর করে চতুর্থ টেস্টে গাব্বায় ঐতিহাসিক জয় ছিনিয়ে নিল ভারত।
ম্যাচের সেরা হয়ে ঋষভ বলেন, ‘এটা আমার জীবনে অন্যতম সেরা দিন। আমি যখন প্রথম একাদশে ছিলাম না তখনও দলের সকলের থেকে যে সাহায্য পেয়েছি সেটা এককথায় অসাধারণ।’
প্রথম টেস্টে অ্যাডিলেডে লজ্জার হারের পর ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। নেটে অনেক পরিশ্রম করেন ভারতীয় ক্রিকেটাররা। পন্ত বলেন, ‘আমরা প্রথম টেস্টের পর অনুশীলনে জোর দিয়েছিলাম। টিম ম্যানেজমেন্ট সবসময় আমাদের পাশে থেকেছে এবং আমায় ম্যাচ উইনার হিসেবে ম্যাচ জিতিয়ে আসতে বলেছে। আমি সেটা করতে পেরে খুব খুশি।’
টেস্টের পঞ্চম দিনে গাব্বায় অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী বোলিংয়ের বিরুদ্ধে ব্যাট করা যে সহজ ছিল না তা পরিষ্কার জানিয়ে দেন ভারতের তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যান। ‘পঞ্চম দিন বল ঘুরছিল। খেলা সহজ ছিল না। আমি ঠিক করেছিলাম সঠিক শট খেলতে হবে। যদি ম্যাচ জিততে পারা যায় তবে সবটাই ভাল লাগে। আমি খুব খুশি।’