নিজস্ব প্রতিনিধিঃ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের দিনেই ঘরের মাঠে আসন্ন ইংল্যান্ড সিরিজে প্রথম দুই টেস্টের দল ঘোষণা করে দিল বিসিসিআই। বায়ো-বাবলের মধ্যে সিরিজের প্রথম দুই টেস্ট ম্যাচই হবে চেন্নাইতে। ১৮ জনের দলে ডাক পেয়েছেন হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল। দলে ফিরলেন অধিনায়ক বিরাট কোহালি ও ইশান্ত শর্মা। স্ট্যান্ডবাই হিসেবে দলে জায়গা পেয়েছেন বাংলার অভিমন্যু ঈশ্বরণও।
চোট সারিয়ে নিজেকে ফিট করে তুলেছেন ইশান্ত শর্মা। আইপিএলের সময় চোট পান ভারতের এই অভিজ্ঞ পেসার। এরপর সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ভাল খেলে ইংল্যান্ডের বিরুদ্ধে দলে জায়গা পেলেন তিনি।
অস্ট্রেলিয়া সফরে ভাল খেললেও দলে জায়গা হয়নি টি নটরাজনের। কেএল রাহুল দলে থাকলেও ফিট হলে তবেই দলে থাকবেন তিনি। ব্রিসবেন টেস্টের ইনিংসের দুই নায়ক ওয়াশিংটন সুন্দর ও শার্দূল ঠাকুর টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রাখলেন।
আজিঙ্ক রাহানে যথারীতি ফের কোহলির সহকারীর ভূমিকায়। মায়ানক ফর্মে না থাকলেও টেস্ট দলে জায়গা ধরে রেখেছেন।