চেন্নাই, ২৭ জানুয়ারি: ডনের দেশে অজি বধ করে এসে এবার ঘরের মাঠে ইংরেজদের শাসন করতে মঙ্গলবার চেন্নাই পৌঁছে যান অজিঙ্ক রাহানে, রোহিত শর্মারা। বুধবার পৌঁছে গেলেন বিরাট কোহলি-সহ টিম ইন্ডিয়ার বাকি সদস্যরা৷ ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজ শুরু হচ্ছে ৫ ফেব্রুয়ারি চিপকে।
গত বৃহস্পতিবারই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন রাহানে-রোহিতরা৷ কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটানোর পর মঙ্গলবার রাতে মুম্বই থেকে চেন্নাই পৌঁছন তাঁরা৷ রোহিত-রাহানের সঙ্গে একই বিমানে চেন্নাই পৌঁছেছেন শার্দুল ঠাকুর৷ বিমানবন্দর থেকে সরাসরি হোটেলে লীলা প্যালেসে পৌঁছন টিম ইন্ডিয়ার এই ক্রিকেটাররা৷ সেখানেই ছ’ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে ক্রিকেটারদের৷ তারপর প্র্যাকটিসে নামবেন তারা৷
তামিলনাড়ু ক্রিকেট বোর্ডের এক সদস্য জানিয়েছেন, ‘দু’দলের ক্রিকেটার এবং ম্যাচ অফিসিয়ালরা একই হোটেলে থাকবেন। ৬ দিনের কোয়ারেন্টাইনে থাকার পর ২ ফেব্রুয়ারি থেকে অনুশীলন শুরু করবে দুই দলের ক্রিকেটাররা।’ ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজের প্রথম দু’টি টেস্ট হবে চিপকে৷ আর শেষ দু’টি টেস্ট হবে আমদাবাদের মোতেরা স্টেডিয়ামে৷
কোহলিদের মতো বুধবার চেন্নাই পৌঁছল ইংল্যান্ড দলও৷ কলম্বো থেকে চেন্নাই পৌঁছলেন রুটরা৷ টিম হোটেলে আগে থেকেই কোয়ারেন্টাইনে রয়েছেন ইংল্যান্ডের তিন ক্রিকেটার বেন স্টোকস, জোফরা আর্চার ও মইন আলি৷ এই তিন ক্রিকেটার শ্রীলঙ্কা সফরের দলে ছিলেন না৷ ফলে স্টোকসরা আগে থেকেই হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। বাবা হওয়ার পর ফের বাইশ গজে ফিরতে চলেছেন বিরাট৷ পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ইংল্যান্ড সিরিজ থেকে নেতৃত্বের ব্যাটন হাতে তুলে নিচ্ছেন ক্যাপ্টেন কোহলি৷ তবে মাঠে নামার আগে জিমে তাঁর শরীরচর্চার ছবি নিজের টুইটারে পোস্ট করেছিলেন ভারত অধিনায়ক৷ রুটদের বিরুদ্ধে বাইশ গজে নামার আগে জিমে ‘বিরাট’ প্রস্তুতি শুরু করে দেন কোহলি৷