চেন্নাই, ৪ ফেব্রুয়ারি: প্রথম টেস্টের দল কেমন হবে?চিপকের উইকেটে কী ব্যাটিং-বোলিং কম্বিনেশনে নামা উচিত? কতজন স্পিনার, কতজন জোরে বোলার খেলবেন? এই সব নিয়ে ভারতীয় দলের টিম ম্যানেজমেন্টের বৈঠকে আলোচনা হয়েছে স্বাভাবিক ভাবেই।
কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট শুরু হওয়ার ২৪ ঘণ্টা আগে টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে আলোচনা হয়েছে কৃষক আন্দোলন নিয়েও। বৃহস্পতিবার বিরাট কোহলি নিজেই এই কথা জানিয়েছেন।
সিরিজ শুরুর আগের দিন ড্রেসিংরুমে কৃষক আন্দোলন নিয়ে আলোচনার কথা বললেও বিরাট কোহলি অবশ্য এটাও জানিয়ে দেন, এই বিষয়ে বিস্তারিত কিছু বলবেন না তিনি। সাংবাদিক সম্মেলনে ভারত অধিনায়ক বলেন, ‘আমাদের টিম মিটিংয়ে, দলগত বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়েছে। সবাই নিজেদের মতামত জানিয়েছে। এটা নিয়ে এটুকুই বলতে পারি। এর বেশি কিছু নয়।’
বুধবার অবশ্য দিল্লির কৃষক আন্দোলন নিয়ে টুইট করেছিলেন বিরাট কোহলি। সেখানে লেখেন, ‘আসুন আমরা সকলে মিলে মতবিরোধের এই মুহূর্তে ঐক্যবদ্ধ থাকি। কৃষকরা আমাদের দেশের একটা অবিচ্ছেদ্য অংশ। আমি নিশ্চিত যে শান্তি বজায় রাখতে এবং একসঙ্গে এগিয়ে যাওয়ার জন্য সবার কাছে গ্রহণযোগ্য এমন সিদ্ধান্তই নেওয়া হবে।’