চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি: কলকাতায় প্রত্যাবর্তন শাকিব আল হাসানের। কিং খানের দলে কামব্যাক। বৃহস্পতিবার আইপিএল নিলামে বাংলাদেশি অলরাউন্ডারকে তুলে নিল কলকাতা নাইট রাইডার্স। প্রীতি জিন্টার পঞ্জাব কিংসের সঙ্গে লড়াই করে শাকিবকে তুলে নিল কেকেআর৷ তাদেরই প্রাক্তন ক্রিকেটারকে দলে নিতে নাইটদের খরচ করতে হল ৩ কোটি ২০ লক্ষ টাকা৷
চার বছর পর ফেরে কলকাতা নাইট রাইডার্স দলে ফিরলেন শাকিব৷ ৩৩ বছরের বাংলাদেশি অল-রাউন্ডারের জন্য নিলামে লড়াই করতে হয় পঞ্জাব কিংসের সঙ্গে৷ ২০১৮ সালে শাকিবকে ছেড়ে দিয়েছিল কেকেআর৷ একাদশ আইপিএল নিলামে প্রাক্তন বিশ্বের এক নম্বর অল-রাউন্ডারকে কিনেছিল সানরাইজার্স হায়দরাবাদ৷ কিন্তু ২০২০ আইসিসি এক বছরের নির্বাসনের কারণে শাকিব রিলিজ করে দেয় সানরাইজার্স৷ হায়দরাবাদের থেকে রিলিজ হয়ে ফের নাইটদের সংসারে ফিরলেন শাকিব৷
বাংলাদেশি অল-রাউন্ডারের ২০১১ সালে নাইট রাইডার্সের জার্সিতে আইপিএল অভিষেক ঘটে৷ এখনও পর্যন্ত আইপিএলে ৬৩টি ম্যাচ খেলেছেন তিনি৷ দু’টি হাফ-সেঞ্চুরিসহ মোট ৭৪৬ রান রয়েছে শাকিবের ঝুলিতে৷ স্ট্রাইক-রেট ১২৬.৬৫৷ এখনও পর্যন্ত আইপিএলে ২০টি ছক্কা হাঁকিয়েছেন৷ বল হাতে ৫৯টি উইকেট নিয়েছেন৷ সেরা বোলিং ১৭ রানে তিন উইকেট৷ নাইট জার্সিতেও ব্যাটে ও বলে ভালো পারফর্ম করেছিলেন তিনি৷ ২০১২ ও ২০১৪ সালে কেকেআর-এর আইপিএল চ্যাম্পিয়ন দলের অন্যতম সদস্য ছিলেন শাকিব৷ দ্বাদশ আইপিএল মাত্র একটি ম্যাচ খেলেছিলেন তিনি৷ দীর্ঘ কয়েক বছর নাইটদের সংসারে থাকার পর একাদশ আইপিএল নিলামের তাঁকে ছেড়ে দিয়েছিল কেকেআর৷ সানরাইজার্স তাঁকে কেনার পুরস্কার দিয়েছিলেন শাকিব৷ ২০১৮ আইপিএলে সানরাইজার্সের জার্সিতে ১৭টি ম্যাচ খেলেছিলেন৷ ২৩৯ রান করার পাশাপাশি ১৪টি নিয়েছিলেন৷ কিন্তু পরের মরশুমে অর্থাৎ ২০১৯ আইপিএলে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পান৷
নির্বাসনের কারণে ২০২০ আইপিএলে খেলতে পারেননি৷ কিন্তু গত অক্টোবরে নির্বানস মুক্ত হওয়ার পর ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন শাকিব৷ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট-বল পারফর্ম করেন৷ নিলামে তাঁর ব্রেস প্রাইস ছিল ২ কোটি টাকা৷ সেখান থেকে পঞ্জাবের কিংসের সঙ্গে নিলামের টেবলে লড়াইয়ে ৩ কোটি ২০ লক্ষক্ষ টাকায় শাকিবকে তুলে নেন কেকেআর৷