চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি: কেকেআর মালিক শাহরুখ খান বা মালকিন জুহি চাওলা এদিন আইপিএল নিলামে ছিলেন না। কিন্তু বৃহস্পতিবার চেন্নাইয়ের নিলামে ঝলমলে উপস্থিতি ছিল বলিউড তারকার সন্তানদের। এদিন কলকাতা নাইট রাইডার্সের টেবিলে দেখা গেল অভিনব দৃশ্য। পাশাপাশি বসে থাকতে দেখা গেল শাহরুখ খানের ছেলে আরিয়ান এবং জুহি চাওলার মেয়ে জাহ্নবীকে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি প্রকাশ পেতেই মুহূর্তে ভাইরাল। এই প্রথম আইপিএলের নিলামে দেখা গেল দুই বলিউড তারকার সন্তানদের।
শাহরুখের ছেলে আরিয়ান ছোট থেকেই ক্রিকেট এবং কেকেআর-ভক্ত। প্রথম মরশুম থেকে বাবার সঙ্গে গ্যালারিতে উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাঁকে। সংযুক্ত আরব আমিরশাহিতে গত মরশুমের আইপিএলেও একাধিক ম্যাচে হাজির ছিলেন তিনি। কিন্তু এর আগে কোনওদিন নিলামে উপস্থিত থাকতে দেখা যায়নি।
জুহির মেয়ে জাহ্নবীর ব্যাপারও তাই। মায়ের সঙ্গে তিনি খেলা দেখতে গিয়েছেন বটে, কিন্তু নিলামে থাকেননি। এদিন শুধু ছিলেনই না, নিলামে সক্রিয় ভাবে অংশগ্রহণ করতেও দেখা গিয়েছে তাঁকে। জাহ্নবীকে নিলামের তরুণতম অংশগ্রহণকারী বলা হচ্ছে।
শাহরুখ এবং জুহি দুই বন্ধু কেকেআরের অন্যতম কর্ণধার। জুহির স্বামী জয় মেহতাও নাইটদের অন্যতম অংশীদার। এর আগে জুহিকে নিলাম টেবিলে থাকতে দেখা গেলেও শাহরুখকে দেখা যায়নি। এদিন অবশ্য দু’জনের কেউই ছিলেন না।