Home খেলাধুলাক্রিকেট মুম্বই ইন্ডিয়ান্সে অর্জুন, নিলামে শেষবেলায় দল পেলেন সচিন-পুত্র

মুম্বই ইন্ডিয়ান্সে অর্জুন, নিলামে শেষবেলায় দল পেলেন সচিন-পুত্র

by Kolkata Today

চেন্নাই, ১৮ ফেব্রুয়ারি: আইপিএল খেলতে চলেছেন সচিন-পুত্র অর্জুন তেন্ডুলকর। তাও আবার মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতেই। নিলামে দিনের শেষবেলায় প্রাথমিকভাবে অবিক্রিত থাকা অর্জুন তেন্ডুলকরকে ২০ লক্ষ টাকায় কিনে নিল ঘরের ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্স। আন্তর্জাতিক ক্রিকেট এখনও খেলা না হলেও বাবার পদাঙ্ক অনুসরণ করে আইপিএলের অভিষেকটা মুম্বই ইন্ডিয়ান্সের জার্সি গায়েই হতে চলেছে বাঁ-হাতি পেসার অলরাউন্ডার জুনিয়র তেন্ডুলকরের।

নিলাম শেষ হতেই অর্জুনকে দলে স্বাগত জানিয়ে একটি টুইট করা হয় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের তরফ থেকে। মুম্বই ফ্র্যাঞ্চাইজি টুইটে লেখে, ‘ক্রিকেট তাঁর রক্তে। নেটে সেই রক্ত পরিশীলিত হয়েছে। এবার সময় এসেছে ২২ গজে ঝড় তোলার। অর্জুন তেন্ডুলকর নিজের ঘরে তোমায় স্বাগত।’

২০২১-এ সদ্য-সমাপ্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে দু’টি ম্যাচ খেলার সঙ্গে সঙ্গে আইপিএল নিলামে হাতুড়ির নীচে আসার যোগ্যতা অর্জন করেছিলেন সচিন-পুত্র। মুম্বইয়ের বয়সভিত্তিক টিম থেকে উত্থান হওয়া অর্জুন অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন। সৈয়দ মুস্তাক আলিতে মুম্বইয়ের জার্সিতে হরিয়ানার বিরুদ্ধে ৩৪ রানে ১ উইকেট এবং পুদুচেরির বিরুদ্ধে নেন ৩৩ রান দিয়ে এক উইকেট নেন বছর একুশের ক্রিকেটার।

তবে আইপিএলের সঙ্গে সচিন-পুত্রের সান্নিধ্য প্রথম নয়। এর আগে মুম্বই ইন্ডিয়ান্সের নেট বোলার হিসেবে দেখা গিয়েছিল অর্জুনকে। ত্রয়োদশ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের দলের হয়ে সংযুক্ত আরব আমিরশাহী পাড়ি দিয়েছিলেন তিনি।

নিলামের দিনচারেক আগে রবিবার একটি আমন্ত্রণী শিল্ড টুর্নামেন্টে মুম্বইয়ের এমআইজি ক্রিকেট ক্লাবের হয়ে ৩১ বলে ঝোড়ো ৭৭ রানের ইনিংস খেলেন অর্জুন। সচিন-পুত্রের বিধ্বংসী সেই ইনিংস সাজানো ছিল ৮টি ছক্কা দিয়ে। যার মধ্যে বিপক্ষের এক স্পিনারের এক ওভারেই ৫টি ছক্কা হাঁকান তিনি। শুধু ব্যাট হাতেই নয়। এরপর বল হাতে ৪১ রানে ৩ উইকেট তুলে নিয়ে তাক লাগিয়ে দেন বাঁ-হাতি পেসার অর্জুন। ব্যাটে-বলে সচিন-পুত্রের দৃষ্টিনন্দন পারফরম্যান্সে ইসলাম জিমখানার বিরুদ্ধে এদিন ১৯৪ রানের বিশাল ব্যবধানে জয় পায় এমআইজি ক্রিকেট ক্লাব।

Related Articles

Leave a Comment