আমেদাবাদ, ২২ ফেব্রুয়ারি: বুধবার থেকে মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ইশান্ত শর্মার কাছে মাইলস্টোন ম্যাচ৷ দেশের দ্বিতীয় পেস বোলার হিসেবে শততম টেস্ট খেলবেন তিনি৷ মাইলস্টোন টেস্টে নামার আগে জাতীয় দলের তাঁর প্রাক্তন সতীর্থ জাহির খানকে কৃতিত্ব দিলেন দিল্লির এই ল্যাংকি পেসার৷ বুধবার থেকে আমদাবাদের মোতেরায় বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে পিঙ্ক বল টেস্ট খেলতে নামছে ভারত৷ কোনও অঘটন না-ঘটলে এই ডে-নাইট টেস্ট হতে চলেছে ইশান্তের সেঞ্চুরি টেস্ট ম্যাচ৷ দেশের হয়ে একমাত্র পেস বোলার হিসেবে শততম টেস্ট খেলার নজির রয়েছেন কপিল দেবের৷ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক ছাড়া দেশের কোনও পেসার শততম টেস্ট খেলেননি৷ বুধবার এই মাইলস্টোন ছুঁতে চলেছেন ইশান্ত৷ টি-২০ যুগে একশো টেস্ট খেলা যে কোনও ফার্স্ট বোলারের জন্যই কঠিন৷
মাইলস্টোন ম্যাচে নামার দু’দিন আগে ইশান্ত বলেন, ‘১৪ বছরের কেরিয়ারের পর তুমি খেলে যাচ্ছ৷ তার মানে তোমার নামের পাশে একটি মাইলস্টোন থাকতে পারে না৷ প্রত্যেক ক্রীড়াবিদের উত্থান-পতন থাকে৷ আমার জীবনেও সেটা হয়েছে৷ তবে ১০০ তম টেস্ট খেলেত নামার অনুভূতিই আলাদা৷ জাহির খানের কাছ থেকে প্রচুর শিখেছি৷ ওর কাছ থেকে ওয়ার্ক এথিক্স শিখেছি৷ দলের প্রত্যেককে বলি, খেলে যেতে হলে ফিটনেসে নজর জিতে হবে৷ তাহলে পুরস্কার পাবে৷’ মাত্র ১৯ বছর বয়সেই টেস্ট অভিষেক হয়েছিল ইশান্তের৷ ২০১১ সালে পঞ্চম দ্রুততম বোলার হিসেবে ১০০ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি৷ ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৫০ কিমি বেগে বল করতেন ইশান্ত৷ ২০১১ বক্সিং ডে টেস্টে ঘণ্টায় ১৫২.২ কিমি বেগে বল করে রিকি পন্টিংয়ের স্টাম্প ছিটকে দিয়েছিলেন ছ’ ফুট চার ইঞ্চির এই পেসার৷ আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর সাফল্যের জন্য গত বছর অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ইশান্ত৷
ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজেই ৩০০ টেস্ট উইকেটের মাইলস্টোন টপকেছেন ইশান্ত৷ দেশের ১০ নম্বর বোলার হিসেবে এই মাইলফলক টপকেছেন দিল্লির এই পেসার৷ জাহিরের থেকে মাত্র ৯টি উইকেট দূরে রয়েছেন তিনি৷ টেস্টে ক্রিকেটে জাহিরের উইকেট সংখ্যা ৩১১টি৷ তবে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট খেললেও চেনা ছন্দে পাওয়া হায়নি ইশান্তকে৷ দু’টি টেস্টে মাত্র ৫টি উইকেট পেয়েছেন তিনি৷
২০০৭ সালে ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয়েছিল ইশান্তের৷ ১৪ বছরের কেরিয়ারে অনেকবারই চোটের জন্য দলের বাইরে থাকতে হয়েছে দিল্লির এই পেসারকে৷ না-হলে অনেক আগেই শততম টেস্টের মাইলস্টোন টপকে যেতে পারতেন ইশান্ত৷ চোটের জন্য শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের বিমানে উঠতে পারেননি টিম ইন্ডিয়ার ৩২ বছরের এই পেসার৷ এখনও পর্যন্ত ৯৯টি টেস্টে ৩০২টি উইকেটের মালিক দিল্লির এই ল্যাংকি পেসার৷